আলোচিত এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি
Published: 24th, February 2025 GMT
ভালোবাসা দিবসে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড়, দুর্দান্ত ব্যবসা করছে লক্ষ্মণ উতেকরের সিনেমা ‘ছাবা’। এর মধ্যেই নতুন বিপদে সিনেমার নির্মাতারা। তথ্য বিকৃতির অভিযোগে সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজির বংশধররা। খবর বলিউড হাঙ্গামার
সিনেমা দেখানো হয়েছে, গনোজি ও কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মোগল সম্রাটের শিবিরে যোগ দেন দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এই কাহিনি বহুল প্রচারিত।
পরিচালক লক্ষ্মণ উতরেকর। নির্মাতার ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভিনেত্রী আনোয়ারার হাত থেকে সেরার পুরস্কার পেলেন রবিন রাফান
ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে থাকেন রবিন রাফান। ভার্চুয়াল দুনিয়ায় বেশ জনপ্রিয়তা তার। পাশাপাশি রবিন রাফান মিউজিক নিয়েও কাজ করে যাচ্ছেন। তার দক্ষতা, উদ্ভাবনী কন্টেন্ট তৈরির পদ্ধতি ও অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। রবিনরাফান ফেসবুক, টিকটক, ইউটিউব, লিংকেডিন, ইনস্টাগ্রাম ও টুইটারে সব সময় সক্রিয়।
এবার তার সৃষ্টিশীলতার পুরস্কার পেলেন তিনি। ২৪তম বাবিসাস অ্যাওয়ার্ডে সেরা কনটেন্ট ক্রিয়েটরের পুরস্কার পেলেন। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর ২৪তম বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শীর্ষ 'কন্টেন্ট ক্রিয়েটর' হিসেবে সেরা পুরস্কার পান তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা।
২০২৩-২০২৪ সালের কনটেন্টের উপর ভিত্তি করে রবিন রাফানকে এই সম্মাননা দেওয়া হয়।
রবিন রাফানের আসল নাম ওবায়দুর রহমান। তিনি ছেলের নাম রাফানের সঙ্গে তার ডাকনাম রবিন দিয়ে চ্যানেলের নাম রাখেন রবিনরাফান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। রবিনরাফানের প্রধান পেশা ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়ে তার ব্যাপক জ্ঞান রয়েছে।