গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদেরকৃত মাসুদ রানা (৫০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এবং শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন খন্দকার তানভীর আহমেদ (৩০) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ারের ভাগ্নে। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।

ওসি বলেন, ডেভিল হান্ট অভিযানে গতকাল রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনই এজাহারভুক্ত মামলার আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

আইন-শৃঙ্খলার নাজুক অবস্থা স্মরণকালে নেই: জিএম কাদের

দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য মন্তব‌্য ক‌রে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলে‌ছেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিপর্যস্ত। আইন-শৃঙ্খলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়ত‌নে নি‌জের জন্ম‌দি‌ন অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠানের আ‌য়োজন ক‌রে জাতীয় পা‌র্টি।

আরো পড়ুন:

পূজায় বরাদ্দ ৪ কোটি টাকা, দশমী পর্যন্ত থাকবে বিশেষ নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আইন-শৃঙ্খলার চরম অবন‌তি‌তে সরকা‌রের সমা‌লোচনা ক‌রে বি‌রোধীদ‌লের সা‌বেক এই নেতা বলেন, “শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতঙ্কে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেনো এক আতঙ্কের রাজ্য।”

“আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।” অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

‌দিনভর জাতীয় পার্টির নেতাকর্মী, বন্ধু ও স্বজন এবং সুশীল সমাজের ভালোবাসায় সিক্ত হন গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তি‌নি দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

সকাল থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফুল, মিষ্টি ও কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা পার্টি নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিনর হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা, ড. নুরুল আজহার শামীম, আমিনুল ইসলাম মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা, মো. খলিলুর রহমান খলিল, ইঞ্জিনিয়ার মনির হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন, জাহিদ হাসান, একেএম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, আহাদ ইউ চৌধুরী শাহীন, এমএ সুবহান, আক্তার হোসেন দেওয়ান, নোমান মিয়া, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়া, শাহমীম আহমেদ রিজভী, জুবায়ের আলম খান রবিন, মো. হেলাল উদ্দিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল চন্দ্র দাস, মিজানুর রহমান মিরু, মাসুদুর রহমান মাসুম, মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মৃধা, আবু তৈয়ব, শারমিন পারভিন লিজা, সমরেশ মণ্ডল মানিক, সেলিমা খান, মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ, আবু ওয়াহাব, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্ল্যাহ নজিব, আল আমিন সরকার, মাহমুদুল হক মনি, শরিফুল ইসলাম, ওমর আলী মান্নাফ, মেহেদী হাসান শিপন, আনোয়ার হোসেন, সরদার নজরুল ইসলাম, তাসলিমা আকবর রুনা, সৈয়দ মনিরুজ্জামান, সাজ্জাদ পারভেজ চৌধুরী, মোতাহের হোসেন শাহীন, শফিকুল ইসলাম স্বপন, উজ্জ্বল চাকমা. আসাদুজ্জামান, আমিনুল হক, সাঈয়েদ, শাহজাহান মিয়া, আব্দুর রহিম, জাকির হোসেন খান, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী খান, ঢাকা মহানগর দক্ষিণ, মহানগর উত্তর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতারা। 

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ