কারণ ছাড়াই বাড়ছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম
Published: 24th, February 2025 GMT
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনোরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।
গত ৪ ফেব্রুয়ারি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম ছিল ১৭.
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইন ড স ট র জ তসর ফ ড এসই
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৪ দোকান ভস্মিভূত
সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে মক্কীনগর মাদরাসা পিছনে কাঠের ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। পরে কাঁচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়। তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে।