ভারতীয় সিনেমার ১১১ বছর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গত রোববার ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ আয়োজনে জানানো হয় চলতি বছরের মে মাসে মুম্বাইর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ১ থেকে ৪ মে ২০২৫ পর্যন্ত ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েব সামিট) এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাশিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘ওয়েব হলো সহযোগিতা, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষের নতুন পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম। ওয়েবের লক্ষ্য হলো টিভি ও রেডিও, নিউজ মিডিয়া, মিউজিক, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্ট, গেমিং, কমিকস, সোশ্যাল মিডিয়া, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রদর্শকসহ সারা বিশ্ব থেকে মিডিয়া এবং বিনোদন (এম অ্যান্ড ই) শিল্প নেতাদের একত্রিত করা।
এ আয়োজনের অংশ হিসেবে সেদিন ‘জার্নি অব ইন্ডিয়ান সিনেমা’র ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একই সঙ্গে অস্কার বিজয়ী ভারতীয় ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারস’র  প্রদর্শনী করা হয়।  
জানা গেছে, ওয়েব সামিটে মন্ত্রী ও নীতিনির্ধারকদের গ্লোবাল মিডিয়া ডায়ালগ, মি‌ডিয়া ও বি‌নোদন সিইওদের গোলটেবিল, শিল্পের সেরা স্বীকৃতি প্রদানকারী ওয়েবস পুরস্কার, ২২টি আন্তর্জাতিক চ্যালেঞ্জ, মাস্টারক্লাস এবং ওয়ার্কশপ, ক্লাসিক্যাল এবং ফিউশন সাংস্কৃতিক পারফরম্যান্স, মিডিয়া স্টার্টআপগুলো প্রদর্শন করা হ‌বে। এ ছাড়া সা‌মি‌টে পূর্ণাঙ্গ এবং সম্মেলন সেশন, ভারতবর্ষের জন্য একটি সভা এবং একটি প্রদর্শনী অনুষ্ঠান থাক‌বে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ 

সিদ্ধিরগঞ্জে ২ হাজার ৬৫৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-৫১-৬৫৩৮) সহ এর চালক মো. রফিক (৪০) কে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

 আটককৃত মো. রফিক ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর পশ্চিম এলাকার মো. হারুনের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ ৭১ হাজার ৭শ টাকা।

এর সত্যতা নিশ্চিত শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে ঢাকার হোসনে দালান এলাকা থেকে নারায়ণগঞ্জ শিবু মার্কেটগামী একটি মিনি কভার ট্রাক পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। ৎ

পরে ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
 

সম্পর্কিত নিবন্ধ