নারায়ণগঞ্জের ভুলতায় গতকাল রোববার গভীর রাতে ডাকাতদের হামলায় কাওছার মাহমুদ (২২) নামের এক ছাত্র আহত হয়েছেন। তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাওছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে পড়েন।

হাসপাতাল সূত্র বলেছে, কাওছারের চোখে আঘাত লেগেছে।

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কাওছারের বরাত দিয়ে তাঁর বন্ধু পারভেজ মিয়া আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, কাওছারের বড় ভাই মধ্যপ্রাচ্যের দুবাইপ্রবাসী এবং সপরিবার নারায়ণগঞ্জের মদনপুরে থাকেন। সম্প্রতি কাওছারের বড় ভাই দেশে এসেছেন। আজ সকালে তাঁর দুবাইয়ে যাওয়ার কথা ছিল। সে জন্য গতকাল গভীর রাতে কাওছার তাঁর বড় ভাইকে নিয়ে মদনপুরের বাসা থেকে প্রাইভেট কারে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে রওনা দেন। রাত দুইটার পর তাঁরা নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জের ভুলতা ব্রিজ পার হলে দেখতে পান, রাস্তায় আড়াআড়ি করে একাধিক ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছে ৩০ জনের মতো দুর্বৃত্ত। আটকে পড়া যানবাহনে তারা ডাকাতি করছে। একপর্যায়ে দুর্বৃত্তরা কাওছারদের বহনকারী প্রাইভেট কারটির কাচ ভেঙে ফেলে এবং সেটি রামদা নিয়ে কোপায়। এর মধ্যে একটি কোপ প্রাইভেট কারের পেছনে বসা কাওছারের কপাল এবং ডান চোখে লাগে। এ সময় কাওছারের বড় ভাই সামান্য আহত হন।

পারভেজ মিয়া বলেন, ডাকাতেরা কাওছারের ভাইয়ের কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিমানের টিকিট, একটি পাসপোর্টসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। সেখানে অনেক গাড়ি আটকে ডাকাতি করে ডাকাতেরা। পরে কাওছারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সেখান থেকে তাঁকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

পারভেজ মিয়া বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কাওছারের ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, দু-তিন দিন পর বোঝা যাবে কাওছারের চোখটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

আজ কাওছারের এক শিক্ষক মুমিত আল রশীদ কাওছার ও তাঁর ভাইয়ের ডাকাতের কবলে পড়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা পরে ছড়িয়ে পড়ে।

আজ বিকেলে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, রূপগঞ্জ থানার ওসি তাঁকে জানিয়েছেন সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটার কথা তিনি জানেন না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র বড় ভ

এছাড়াও পড়ুন:

ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জে খুশি-ফিরোজ মানবিক স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অুনষ্ঠিত হয়েছে।

ইঞ্জিনিয়ার ফিরোজ দ্যা নিউ নেশন প্রত্রিকার বার্তা সম্পাদক ফররুখ খসরু ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশের  জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের বাবা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাঁর রূহের  মাগফিরাত কামনা করে খুশি ফিরোজ মানবিক স্কুল প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আর. কে শাব্বির আহমেদ।

এতে খুশি ফিরোজ মানবিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক দিনকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, দৈনিক কালবেলার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাউয়ুম, এশিয়ার এইজ প্রত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন, নারায়ণগঞ্জ টাইমস এর স্টাফ রিপোর্টার রনিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।  

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ফিরোজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৩।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
  • শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
  • ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
  • গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ত্বকী হত্যা মামলা: আজমেরী ওসমানের গাড়িচালককে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর
  • রূপগঞ্জে সাবেক মন্ত্রী পুত্রের পিএস ও একাধিক মামলার পলাতক আসামি হিরা গ্রেফতার
  • ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২
  • গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকে বাসা থেকে আটক করেছে যৌথ বাহিনী
  • বন্দরে পুলিশ পাহাড়ায় যুবলীগ নেতার অনুমোদন বিহীন হাসপাতাল উদ্বোধন