রূপগঞ্জে ডাকাতদের হামলায় ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রের চোখে আঘাত
Published: 24th, February 2025 GMT
নারায়ণগঞ্জের ভুলতায় গতকাল রোববার গভীর রাতে ডাকাতদের হামলায় কাওছার মাহমুদ (২২) নামের এক ছাত্র আহত হয়েছেন। তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাওছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে পড়েন।
হাসপাতাল সূত্র বলেছে, কাওছারের চোখে আঘাত লেগেছে।
ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কাওছারের বরাত দিয়ে তাঁর বন্ধু পারভেজ মিয়া আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, কাওছারের বড় ভাই মধ্যপ্রাচ্যের দুবাইপ্রবাসী এবং সপরিবার নারায়ণগঞ্জের মদনপুরে থাকেন। সম্প্রতি কাওছারের বড় ভাই দেশে এসেছেন। আজ সকালে তাঁর দুবাইয়ে যাওয়ার কথা ছিল। সে জন্য গতকাল গভীর রাতে কাওছার তাঁর বড় ভাইকে নিয়ে মদনপুরের বাসা থেকে প্রাইভেট কারে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে রওনা দেন। রাত দুইটার পর তাঁরা নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জের ভুলতা ব্রিজ পার হলে দেখতে পান, রাস্তায় আড়াআড়ি করে একাধিক ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছে ৩০ জনের মতো দুর্বৃত্ত। আটকে পড়া যানবাহনে তারা ডাকাতি করছে। একপর্যায়ে দুর্বৃত্তরা কাওছারদের বহনকারী প্রাইভেট কারটির কাচ ভেঙে ফেলে এবং সেটি রামদা নিয়ে কোপায়। এর মধ্যে একটি কোপ প্রাইভেট কারের পেছনে বসা কাওছারের কপাল এবং ডান চোখে লাগে। এ সময় কাওছারের বড় ভাই সামান্য আহত হন।
পারভেজ মিয়া বলেন, ডাকাতেরা কাওছারের ভাইয়ের কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিমানের টিকিট, একটি পাসপোর্টসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। সেখানে অনেক গাড়ি আটকে ডাকাতি করে ডাকাতেরা। পরে কাওছারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সেখান থেকে তাঁকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করেন।
পারভেজ মিয়া বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কাওছারের ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, দু-তিন দিন পর বোঝা যাবে কাওছারের চোখটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
আজ কাওছারের এক শিক্ষক মুমিত আল রশীদ কাওছার ও তাঁর ভাইয়ের ডাকাতের কবলে পড়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা পরে ছড়িয়ে পড়ে।
আজ বিকেলে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, রূপগঞ্জ থানার ওসি তাঁকে জানিয়েছেন সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটার কথা তিনি জানেন না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র বড় ভ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেল ২'শ ৫০ পরিবার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২’শ ৫০ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানরে ঈদ উপহার বিতরণ করেছে নাসিক ২নং ওয়ার্ড বিএনপি।
বৃহস্পতিবার সকালে মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই উপহার সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। কেননা যিনি বিগত সরকারের অত্যাচার-নির্যাতন-নিপিড়ণে জর্জরিত হয়েছেন, সেই তারেক রহমান এই উপহার পাঠিয়েছেন।
তিনি মানুষকে ভুলে যাননি, তিনি সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। বিএনপি সবসবম সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, সাবেক সহ-সভাপতি মো. গোলজার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ঝিমি, সাবেক সহ-সভাপতি মো. রাজা মিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি প্রমূখ। #