স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী জানাজা’
Published: 24th, February 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সন্ধ্যার পর টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
“উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই আজ আইন-শৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।”
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি ব্যাপক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজকে রাতেই আপনারা দেখবেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস (কার্যক্রম) অনেক বেড়ে গেছে।”
“আমি বলব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে, এটার উন্নতি করার অবকাশ রয়েছে। আগে কী হতো— যেমন: বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুই দিন সময় লেগে যেত। এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায়”, বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছোটখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে, দু‘-এক দিন আগেও ঘটেছে। তবে, ভবিষ্যতে যেন আর না ঘটে, এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না, এ ধরনের একটি ঘটনাও ঘটুক।”
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্য বাহিনীগুলোর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর দল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টহল দেবে।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক