দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি ও মাইশা মেহজাবীন।

বক্তারা ৪৭ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ঝালকাঠি/সাহা/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বাবা মায়ের সাথে অভিমান ঘর ছাড়লো স্কুল ছাত্র শুভ  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবা মায়ের সাথে অভিমান করে ঘর ছেড়েছে শুভ দাস (১৫) নামের নবম শ্রেনির এক স্কুল ছাত্র।

মোবাইল ফোন কিনে না দেওয়ায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসা থেকে অন্যত্র অজ্ঞাত স্থানে চলে যান ওই স্কুল ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নবম শ্রেনির স্কুল ছাত্র শুভ দাস তার বাবা মাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। তার (স্কুল ছাত্র শুভ দাস) কথা মতো মোবাইল ফোন কিনে না দেয়ায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় বাবা মার সাথে অভিমান করে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসা থেকে অন্যত্র অজ্ঞাত স্থানে চলে যান ওই স্কুল ছাত্র।

সে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার আল বালাগ স্কুলের নবম শ্রেনির ছাত্র। বর্তমানে সে নিখোঁজ রয়েছেন।  

নিখোঁজ স্কুল ছাত্রের পিতা দিলিপ দাস বলেন, তার ছেলে ঘর থেকে চলে যাওয়ার পর থেকে আর ঘরে ফিরে আসেনি। সন্তানকে ফিরে পেতে নিজের মুঠোফোন নাম্বার দিয়ে সন্তান হারিয়ে যাওয়ার বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন দিলিপ দাস। 

পরে দিলিপ দাসের মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে আখাউড়া থানার পুলিশ পরিচয় দিয়ে তার ছেলে (দিলিপ দাসের ছেলে) এক্সিডেন্ট করেছে দাবি করে তার কাছ থেকে চিকিৎসা বাবদ বিকাশের মাধ্যমে নগদ ৭ হাজার সাতশত টাকা নেন।

পরে আখাউড়া থানায় যোগাযোগ করা হলে ওই অজ্ঞাত ব্যক্তি ভূয়া বলে জানতে পারেন দিলিপ দাস। এদিকে ছেলেকে ফিরে পেতে পিতা দিলিপ দাস সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ