Samakal:
2025-04-02@07:31:06 GMT

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

Published: 24th, February 2025 GMT

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রমজানের পুরো মাস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিস।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো। এসব প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। 

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অফ স রমজ ন ইফত র অফ স স রমজ ন সরক র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৪ দোকান ভস্মিভূত

সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে মক্কীনগর মাদরাসা পিছনে কাঠের ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান।  পরে কাঁচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়। তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। 

কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।   আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে। 
 
 

সম্পর্কিত নিবন্ধ