সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৮ বারে ৩৮ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা পেইন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৬  শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১০ বারে ১৯ লাখ ৭৪ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৩ বারে ৭ লাখ ৪৯ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.

৩৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩.১৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.১৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.৯০ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৮৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: শ য় র দর

এছাড়াও পড়ুন:

৯ বছরে ধ্রুব মিউজিক স্টেশন

‘সুরের মূর্ছনায় জীবনের জয়গান’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ৮ বছর পূর্ণ করে ৯ বছরে পা রাখল দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং হাজারো তারুণ্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত গান প্রকাশ করে অল্প দিনেই প্রতিষ্ঠানটি দেশের অগণিত বাংলা গানের শ্রোতা-দর্শকদের মন জয় করে নেয়। সেই সঙ্গে বাংলা গানে শ্রোতাদের আস্থার জায়গায় পরিণত হয় ধ্রুব মিউজিক স্টেশন। গত আট বছরে প্রতিষ্ঠানটি প্রকাশ করে দেশের কিংবদন্তি থেকে শুরু করে জনপ্রিয় সব শিল্পীর শ্রুতিমধুর গান। সেই সঙ্গে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী সংগীত শিল্পীদের গান প্রকাশের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। ফলে অনেক আশাহত মেধাবীরা পায় আশার আলো।

বছরজুড়েই তাদের এই গান প্রকাশের ধারা অব্যাহত থাকে। বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিকে প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় তারা আয়োজন করে রিয়েলিটি শো ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার। এ প্রতিযোগিতার মাধ্যমে তারা সারা দেশ থেকে তুলে আনে ২০ জন প্রতিভাবানকে। যারা একাধারে গান লিখতে, সুর করতে ও গাইতে পারে।

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘শুরু থেকেই আমরা বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আমাদের এ পথ চলায় আমরা পাশে পেয়েছি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালাক, যন্ত্রসংগীতশিল্পী, শুভানুধ্যায়ী, ভিডিও নির্মাতা, মডেল-অভিনেত্রীসহ দেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়াকে। সবাইকে আমার আন্তরিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সঙ্গে দেশের অগণিত শ্রোতা-দর্শকের ভালোবাসা তো রয়েছেই। এই ভালোবাসাই ধ্রুব মিউজিক স্টেশনের মূল শক্তি।       
 

সম্পর্কিত নিবন্ধ