অপারেশন ডেভিল হান্ট: গাইবান্ধায় আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
Published: 24th, February 2025 GMT
গাইবান্ধায় অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাইবান্ধা শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার রাতে জেলা শহরের ১ নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা
নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মাসুদ রানা (৫০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এবং শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। খন্দকার তানভীর আহমেদ (৩০) নিষিদ্ধ ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ারের ভাগ্নে। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানে গতকাল রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনই এজাহারভুক্ত মামলার আসামি। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
ঢাকা/মাসুম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
আমলাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে আমলাপাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমলাপাড়া আমাদের নিজস্ব এলাকা। এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এখানে থাকবে না কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী, কোন ছিনতাইকারী বা ভূমিদস্য। এলাকার যুবকদের প্রতি আমার আহবান থাকবে তোমরা খেলাধুলার প্রতি মনোযোগী হও। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
এছাড়াও সার্বিক পরিচালনা আরও উপস্থিত ছিলেন, মোঃ বাহার, মোঃ অনিক, মোঃ রাহাত, জয়,মোঃ অহিদ, ইমন, নাঈম, মাসুম, শাহাদাত, সামির হোসেন ও মোঃ বাঁধন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।