অপারেশন ডেভিল হান্ট: গাইবান্ধায় আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
Published: 24th, February 2025 GMT
গাইবান্ধায় অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাইবান্ধা শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার রাতে জেলা শহরের ১ নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা
নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মাসুদ রানা (৫০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এবং শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। খন্দকার তানভীর আহমেদ (৩০) নিষিদ্ধ ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ারের ভাগ্নে। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানে গতকাল রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনই এজাহারভুক্ত মামলার আসামি। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
ঢাকা/মাসুম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
আদমজী ইপিজেডে ঝুটের গোডাউন অগ্নিকাণ্ড
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ইউ.এইচ.এম লিমিটেড ( উর্মী গ্রুপ) নামক গার্মেন্টস এর একটি কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে ফোন করে আনেন। পরে উভয়ের প্রচেষ্টায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আমরা আগুন ধরার খবর শুনে সাথে সাথে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।