পিকআপ ভ্যানে করে বিদেশি মদ ঢাকার একটি অভিজাত বারে যাচ্ছিল, পথে র‍্যাবের তল্লাশিচৌকি (চেকপোস্ট) দেখতে পান চালক। সেখানে পিকআপ না থামিয়ে বেপরোয়া গতিতে চেকপোস্ট এলাকা ত্যাগ করে পিকআপ ভ্যানটি। পিছু নেয় র‍্যাব। চেকপোস্ট থেকে বেশ কিছু দূরে ধরা হয় পিকআপভ্যান ও চালককে।

আটক পিকআপ ভ্যানের চালকের নাম মো. ইয়াছিন (২৬)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুসচূড়া গ্রামের মো.

সাইফুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠসংলগ্ন এলাকায় গতকাল রোববার রাতে তল্লাশিচৌকি বসায় র‍্যাব-১৪। শেরপুর ও নেত্রকোনা থেকে আসা বিভিন্ন যানবাহনে র‍্যাব সদস্যরা তল্লাশি চালাতে থাকেন। দিবাগত রাত একটার দিকে শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান র‍্যাবের তল্লাশিচৌকিতে না থেমে বেপরোয়া গতিতে অতিক্রম করে। ওই সময় র‍্যাব-১৪ সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান পিকআপ ভ্যানের সামনে দাঁড়িয়ে গাড়ির গতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় পিকআপ ভ্যানের গতি কিছুটা ধীর হওয়ার সুযোগে র‍্যাবের এক সদস্য পিকআপ ভ্যানে উঠে পড়েন। নেত্রকোনা সড়কে চলতে থাকা পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাওয়া করে র‍্যাবের অপর দল। কিছু দূর যাওয়ার পর পিকআপ ভ্যানটি থামিয়ে পালানোর চেষ্টা করলে চালককে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করে র‍্যাব। তবে পিকআপে থাকা অপর সদস্য পালিয়ে যান। এ সময় পিকআপ থেকে ২৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে মদ এনে ঢাকার বিভিন্ন বারে সরবরাহ করছিল চক্রটি। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশির জন্য সড়কে অবস্থান করেন র‍্যাব সদস্যরা। ওই সময় আমাদের চাপা দিয়ে গাড়িটি চালিয়ে যেতে চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরা হয়। দীর্ঘদিন ধরে চক্রটি এ কাজ করছিল। চক্রের মূল ব্যক্তি পালিয়ে গেছে, পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প কআপ ভ য ন র সদস য

এছাড়াও পড়ুন:

ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি

দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দেয় সংস্থাটি। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল। ভ্যাপসা গরমে দুপুরে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ীতে নামল বৃষ্টি।

দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে ধুলোবালির নগরে প্রশান্তি এনে দিল এই বৃষ্টি।

অপ্রস্তুত কাউকে এসময় দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হচ্ছেন।

এমন বৃষ্টিতে পূর্বপ্রস্তুতি না থাকায় সড়কে থাকা যাত্রী ও পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতেও দেখা গেছে। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি পেতেও দেখা গেছে নগরবাসীকে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজকের বৃষ্টিপাতের পরিমাণ হালনাগাদ হওয়া পরবর্তী তথ্যে জানা যাবে। তবে আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

আগামীকাল রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো মমেক শিক্ষার্থীদের বিক্ষোভ
  • রাতে গিয়েছিলেন ওয়াজ মাহফিলে, সকালে পুকুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
  • বারো হাজার পিস ইয়াবাসহ ২ বোন গ্রেপ্তার
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের হল থেকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার
  • ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি
  • গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • বিড়ালপ্রেমীদের মিলনমেলা
  • লালগালিচায় নানা ভঙিমায় বিড়ালের ‘ক্যাটওয়াক’
  • ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি