১৩ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সোমবার বিয়ের ছবি প্রকাশ করেছেন মেহজাবীন নিজেই।
বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল। ছবি: ফেসবুক
এর আগে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। ছবি: ফেসবুক
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন—সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তাঁরা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তাঁরা। ছবি: ফেসবুক
একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে। কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ছবি: ফেসবুক
গত বছরের মাঝামাঝি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব তাঁর জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন মেহজাবীনকে। সেদিন রাজীব বলেছিলেন, ‘তাকে (মেহজাবীন) আমি যতটা জানতে পেরেছি তাতে মনে হয়, এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয়ও হতে পারত না।’ ছবি: ফেসবুক
উৎস: Samakal
কীওয়ার্ড: ম হজ ব ন চ ধ র ম হজ ব ন ফ সব ক আদন ন
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে বাদ গেল নৌকা, যুক্ত হলো শাপলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে বাদ দেওয়া হয়েছে নৌকার ছবি। নৌকার পরিবর্তে জাতীয় ফুল শাপলা রেখে নতুন করে লোগো তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার নতুন লোগো সিটি করপোরেশনের ফেসবুক পেজে দিলে বিষয়টি জানাজানি হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, লোগোর মধ্যে নৌকা ছিল, যা একটি দলের দলীয় প্রতীক। তাই তিনি দায়িত্ব নেওয়ার পর নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রেখে লোগো করার উদ্যোগ নেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতন হওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, সিটি করপোরেশনের মেয়র লোগো থেকে নৌকা বাদ দিয়ে নতুন করে লোগো করার নির্দেশনা দিয়েছিলেন। এ অনুযায়ী জাতীয় ফুল শাপলা রেখে নতুন করে লোগো তৈরি করা হয়েছে। মেয়র তা অনুমোদন দিয়েছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের পুরোনো লোগোতে নৌকার পাশাপাশি নদী, পাহাড় ও সড়কবাতি ছিল। নৌকাটি ছিল মূলত সাম্পান। এসব প্রতীকের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য ও সিটি করপোরেশনের কাজ ফুটিয়ে তোলা হয়েছিল।
গত বছরের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিলেন আদালত। এরপর গত বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে নয়জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।