Samakal:
2025-04-29@00:41:18 GMT

শোয়েবের কাছে প্রতারক বাবর আজম

Published: 24th, February 2025 GMT

শোয়েবের কাছে প্রতারক বাবর আজম

এক সময় বাবর আজমকে মনে করা হতো আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটের সঙ্গে তার নাম উচ্চারিত হতো ফ্যাবুলাস ফোরের সমকক্ষ হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। বড় মঞ্চে যখন এই চার তারকা নিজেদের প্রমাণ করেছেন, তখন বাবর বারবার ব্যর্থ হয়েছেন। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পারফরম্যান্সে হতাশ করেছেন পাকিস্তানের এই ব্যাটার।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ৬ উইকেটে হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও হারতে হয়েছিল দলটিকে। দুই ম্যাচেই বাবর আজমের ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। কিউইদের বিপক্ষে ৯০ বলে ৬৪ রান করা বাবর ভারতের বিপক্ষে ২৬ বলে ২৩ রান করে আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। তার ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে দেশজুড়ে।

অন্যদিকে, বাবরের চিরপ্রতিদ্বন্দ্বী বিরাট কোহলি আরও একবার দেখিয়েছেন বড় মঞ্চে তার অসাধারণ দক্ষতা। পাকিস্তানের বিপক্ষে ৫১তম ওয়ানডে সেঞ্চুরি করে দলকে সহজ জয় এনে দিয়েছেন এই ভারতীয় ব্যাটার। বাবরের ফর্মহীনতা ও ব্যর্থতা নিয়ে এবার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। পাকিস্তানের এক টক শোতে তিনি বাবরকে ‘প্রতারক’ হিসেবে অভিহিত করেছেন।

শোয়েব বলেন, ‘আমরা সবসময় বাবরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছি। কিন্তু এখন বলুন তো, বিরাটের নায়ক কে? শচীন টেন্ডুলকার, যিনি ১০০ সেঞ্চুরি করেছেন। বিরাট তাকে অনুসরণ করছে। কিন্তু বাবরের নায়ক কে? সে ভুল পথে হেঁটেছে এবং ভুল মানসিকতা নিয়ে এগিয়েছে। শুরু থেকেই সে আমাদের প্রতারণা করে আসছে।’

বাবরের এমন ধারাবাহিক ব্যর্থতা তাকে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের রোষানলে ফেলেছে। বিশেষ করে আইসিসির টুর্নামেন্টে তার ব্যর্থতা প্রশ্ন তুলেছে, আদৌ তিনি পাকিস্তানের সবচেয়ে বড় তারকা হতে পেরেছেন কিনা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় ব আখত র ব বর র কর ছ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৯ এপ্রিল ২০২৫)

ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান–আবাহনী। বিকেলে ফেডারেশন কাপ ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–আবাহনী
সকাল ৯টা, টি স্পোর্টস

গাজী গ্রুপ–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

গুলশান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

ফেডারেশন কাপ

ফাইনাল
বসুন্ধরা কিংস–আবাহনী
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল

দিল্লি ক্যাপিটালস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সেমিফাইনাল ১ম লেগ
আর্সেনাল–পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ