স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছে।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর সোয়া দুইটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে এ গণপদযাত্রা হচ্ছে।

পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সংক্ষিপ্ত সমাবেশে ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

এর আগে শহীদ মিনারে সমবেত হয়ে তরুণ ও শিক্ষার্থীরা কর্মসূচির মূল ব্যানার ও বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড লিখেন। এ সময় পোস্টার-প্ল্যাকার্ডে ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’, ‘আমরা জন্ম থেকে শহীদ’, ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’—ইত্যাদি প্রতিবাদী স্লোগান লেখা হয়।

পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে।

পদযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। উপদেষ্টার নেতৃত্বে থাকা পুলিশও নির্লিপ্ত। এ অবস্থায় নারীরা অনিরাপদ। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে গদি ছেড়ে দেবেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ষ ট র উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

যারা দলের জন্য কাজ করবে দল তাদেরকে মূল্যায়ন করবে : শিশির 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজনে  বন্দর উপজেলার আলীনগরস্থ বিএনপি নেতা আব্দুল জব্বার মিয়া বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির  বলেন, বিএনপি পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে এর দায়ভার বিএনপি নিবে না। যারা দলকে ভালোবাসা তারা কখনো দলের বদনাম করবে না। যারা দলের জন্য কাজ করবে দল তাদেরকে মূল্যায়ন করবে। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল্লাহ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো: হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধান।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সুজন,আব্দুল জাব্বার, মোঃ আজমল, মোঃ লিটন, মোঃ মোশারফ চৌধুরী, মোঃ শফিক সম্রাট ও আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আলীনগর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মহিব্বুল্লাহ সালেহীন। 
 

সম্পর্কিত নিবন্ধ