বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে সরকারের প্রচণ্ড রকমের তাড়না ও চেষ্টা রয়েছে। আমরা বর্তমান পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছি। তাই সব সময়ই নতুন নতুন উপায় ভাবছি।’’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মধ্যে ভালো হয়েছে, মাঝে মধ্যে বেশি খারাপ হয়েছে। এর কারণ, অন্তর্বর্তী সরকার প্রায় ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে দেশের শাসন কাজ পরিচালনা করা খুব সহজ নয়।’’

তিনি বলেন, ‘‘পতিত ফ্যাসিস্ট সরকারের শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশির ভাগ দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো করার চেষ্টা অব্যাহত থাকলেও তা খারাপ হচ্ছে। সরকার তা থেকে উত্তরণের চেষ্টা করছে।’’

পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন উপদেষ্টা।

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত ত র পর স থ ত সরক র

এছাড়াও পড়ুন:

আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা 

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব। কোথাও কোনো স্থান পাবে না তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।

তিনি বলেন, আগামীকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ দিনে-রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আমাদের ব্যর্থতা আছে, উত্তরণের জন্য প্রচণ্ড তাড়নাও আছে: আসিফ নজরুল
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন: আসিফ নজরুল
  • রাত তিনটায় কেন সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করলেন আসিফ নজরুল
  • ‘আ. লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’
  • রাতভর রাজধানীতে যা ঘটলো
  • সারারাত রাজধানী ঢাকায় যা ঘটলো
  • আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা