রাতে গিয়েছিলেন ওয়াজ মাহফিলে, সকালে পুকুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Published: 24th, February 2025 GMT
ময়মনসিংহের তারাকান্দায় পুকুর থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বালিখা ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামে ধলাই বিলসংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আবেদ আলী (৬০)। তিনি বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলি গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক। তবে তিনি পূর্ব পাগুলি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন আবেদ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর সন্ধান না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে ধলাই বিলের পাড়ের এক ব্যক্তির মৎস্যখামারের পুকুরে রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ আজ সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে। পরে সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন আবেদের স্বজনেরা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। ময়নাতদন্তের জন্য আবেদ ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি
দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দেয় সংস্থাটি। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল। ভ্যাপসা গরমে দুপুরে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ীতে নামল বৃষ্টি।
দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে ধুলোবালির নগরে প্রশান্তি এনে দিল এই বৃষ্টি।
অপ্রস্তুত কাউকে এসময় দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হচ্ছেন।
এমন বৃষ্টিতে পূর্বপ্রস্তুতি না থাকায় সড়কে থাকা যাত্রী ও পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতেও দেখা গেছে। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি পেতেও দেখা গেছে নগরবাসীকে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজকের বৃষ্টিপাতের পরিমাণ হালনাগাদ হওয়া পরবর্তী তথ্যে জানা যাবে। তবে আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
আগামীকাল রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।