কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষককে একটি মামলায় আসামি করার প্রতিবাদে আজ সোমবার বেলা একটা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

তাঁদের দাবি, আজকের মধ্যেই মামলা প্রত্যাহার করতে হবে এবং যাঁরা মামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবরোধের স্থানে এসে এ ঘোষণা দিতে হবে।

কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর তাঁরা বেলা একটার দিকে শহরের মজমপুর ট্রাফিক এলাকায় এসে মহাসড়ক অবরোধ করেন। একই দাবিতে গতকাল কলেজের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন কলেজের শিক্ষার্থীরা।

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক অবর ধ কল জ র

এছাড়াও পড়ুন:

রাজধানীর কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় রোমান মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, রোমান মিয়া গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে গাজীপুর থেকে ডেমরায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে কাওলা এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি আহত হন। ওই অবস্থায় উদ্ধার করে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, রোমান মিয়ার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তাঁর বাবার নাম আশরাফুল ইসলাম। গাজীপুর সদর এলাকার গজারিয়া পাড়ায় থাকতেন। তিনি একটি ইন্টারনেট–সেবা কোম্পানিতে চাকরি করতেন।

সম্পর্কিত নিবন্ধ