দুবাইয়ে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরুর পর রাওয়ালপিন্ডিতে এবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বিকেল ৩টায়।

কী বলছে পরিসংখ্যান 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউ জিল্যান্ড মুখোমুখি হয় একবার। শেষ হাসি হাসে তারাই। সব মিলিয়ে একুশ দেখায় লাল সবুজের জয় মাত্র তিনটিতে। এবার বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দিতে চায় না বাংলাদেশ।

আরো পড়ুন:

কার্ডিফের সুখস্মৃতি নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ 

পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ 

পিন্ডি জয়ের অনুপ্রেরণা 

রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই মাঠেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার লাল সবুজের দলের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের আশা এই অর্জন কিউইদের বিপক্ষে অনুপ্রেরণা দেবে। 

 “আশা করি কাজ করবে। পাকিস্তানে এসে পাকিস্তানকে হারানো কোনো সহজ কাজ নয়। এটা তাদের (বাংলাদেশ ক্রিকেট দল) অনেক আত্মবিশ্বাস দেবে। আশা করি, এই মাঠ নিয়ে তাদের চিন্তার জগতে বিষয়টি প্রভাব রাখবে।”

তিনশর বেশি রানের সক্ষমতা 

এবার দেশ, ভেন্যুর সঙ্গে পরিবর্তন হয়েছে প্রতিপক্ষও। পাকিস্তানের রাওয়ালপিন্ডির যে উইকেটে খেলবে বাংলাদেশ, সেখানে রীতিমত হয় রান উৎসব। শান্তরা রাওয়ালপিন্ডির এই উইকেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে রান উৎসবে শামিল হতে পারবেন তো? নাকি আবারও বিব্রতকর ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়বেন? 

“হ্যাঁ, শেষ পাঁচ ম্যাচের কয়েকটিতে আমরা তিনশর বেশি রান করেছি। আমাদের এটি করার সক্ষমতা রয়েছে। শেষ ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি। দুইশ রানে থেমেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি তাহলে তিনশর বেশি রান হবে” -বলেছেন সিমন্স।

আটঘাট বেধেই নামছে কিউইরা 

জয় দিয়ে এক পা সেমিতে রাখা নিউ জিল্যান্ড মাঠে নামছে আটঘাট বেঁধেই। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “হ্যাঁ, বাংলাদেশের জন্য আমাদের কয়েকটি পরিকল্পনা আছে, কিন্তু আমি মনে করি আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে উইকেট কী করে। যদি এটি বেশ ফ্ল্যাট হয় তবে, আমি মনে করি, করাচিতে যা করেছি এখানেও তা করতে হবে।”

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভালোবাসার গল্পের বার্লিন জয়

প্রেম, আকাঙ্ক্ষা ও আত্ম-আবিষ্কার নিয়ে নরওয়েজিয়ান চলচ্চিত্র ‘ড্রিমস (সেক্স লাভ)’। গতকাল শনিবার রাতে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণ ভালুক’ জিতেছে সিনেমাটি। মার্কিন পরিচালক টড হেইনসের নেতৃত্বে জুরিবোর্ড পরিচালক ড্যাগ জোহান হাউগেরুডের সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেন।
১০ দিন ধরে চলা উৎসবের সমাপনী দিনে এটি ছাড়াও বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ভালুক’ পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারোর ‘দ্য ব্লু ট্রেইল’। আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের ‘দ্য মেসেজ’ জুরি পুরস্কার জিতেছে।

১৯৯০-এর দশকের দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত ‘লিভিং দ্য ল্যান্ড’ ছবির জন্য হুও মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
মেরি ব্রনস্টাইন পরিচালিত ‘ইফ আই হ্যাভ লেগস, আই’ড কিক ইউ’ ছবিতে একজন অভিভূত মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রোজ বাইর্নকে সেরা প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন।

রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিতে সুরকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট।
এ ছাড়া উৎসবে সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়েছেন ব্রিটিশ তারকা টিলডা সুইনটন।
১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের বার্লিনাল। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল ১৯টি চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি’
  • ‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’
  • যে ঋণ শোধ করা যায় না
  • সাংগঠনিক আলোচনা, গান-গল্পে সুহৃদদের আনন্দময় দিন
  • শিল্পীদের বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে: নুসরাত ফারিয়া
  • যদি বাঁধা দেওয়া হয়, তাহলে শিল্পীদের বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে: নুসরাত ফারিয়া
  • ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ এ মুগ্ধ দর্শক
  • মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে ‘দ্য ডার্ক ক্রিস্টাল’
  • ভালোবাসার গল্পের বার্লিন জয়