সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিপ্লবের পর এমন পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এ ছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি।

এ কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: পর স থ ত

এছাড়াও পড়ুন:

ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে।

সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তাদের প্রচুর টাকা। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহতো করবে।

তিনি বলেন, আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাচ্ছি। যারা এসব কাজ করছে আমি তাদের ঘুম হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানেই হোক কোথাও স্থান পাবে না। আমি আমার বাহিনীকে বলে দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামী কাল থেকে কোথাও যেন কিছু না ঘটে তারা এই ব্যবস্থা নিবে এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে। আর তারা যদি এইটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 

সম্পর্কিত নিবন্ধ

  • আমাদের ব্যর্থতা আছে, উত্তরণের জন্য প্রচণ্ড তাড়নাও আছে: আসিফ নজরুল
  • ‘বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়’
  • রাত তিনটায় কেন সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করলেন আসিফ নজরুল
  • ‘আ. লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’
  • রাতভর রাজধানীতে যা ঘটলো
  • সারারাত রাজধানী ঢাকায় যা ঘটলো
  • আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা 
  • ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা