মালয়েশিয়া পাঠানোর দাবিতে শাহবাগ অবরোধকারীরা মন্ত্রণালয় অভিমুখে
Published: 24th, February 2025 GMT
মালয়েশিয়া পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
আজ সোমবার সকালে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, আমরা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, ড.
যশোর থেকে আসা নাজমুল হাসান বলেন, আজকে দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়া যেতে চাই। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। এজন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যশ কেন ‘রাবণ’ হলেন?
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সিনেমাটিতে রাবণ চরিত্রে দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশ।
মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং প্রধান খলনায়ক রাবণ। তারপরও চরিত্রটি কেন রূপায়ন করতে রাজি হলেন যশ। এ নিয়ে কথা বলেছেন এই তারকা।
যশ বলেন, “চরিত্রটি ভীষণ চিত্তার্কষক। অন্য কোনো কারণে এটা করতাম না। আপনি যদি জিজ্ঞাসা করেন, রামায়ণে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে চান কিনা? আমি বলব, সম্ভবত না। আমার কাছে, রাবণ চরিত্রটি রোমাঞ্চকর। বিশেষ এই চরিত্রের শেড এবং সূক্ষ্মতা আমার পছন্দ। চরিত্রটিকে ভিন্নভাবে উপস্থাপন করার অনেক সুযোগ রয়েছে।”
আরো পড়ুন:
উর্বশীর ‘অশ্লীল নাচের’ দৃশ্য মুছে ফেলার খবর সত্য নয়
কন্যাসন্তান নিয়ে মন্তব্য করে বিপাকে চিরঞ্জীবী
রণবীর-সাই পল্লবী আগেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এ জুটির লুকও প্রকাশিত হয়েছে। তবে এখনো যশের অংশের শুটিং শুরু হয়নি। যশ বর্তমানে বেঙ্গালুরুতে ‘টক্সিক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার শুটিং শেষ করতে যশের আরো দুই মাস সময় লাগবে। এটি পরিচালনা করছেন গীতু মোহনদাস।
‘রামায়ণ’ সিনেমায় হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি। অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ীর ভূমিকায়। সিনেমাটি তিনটি পর্বে নির্মাণ করা হবে।
‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত