কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
Published: 24th, February 2025 GMT
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ঠিক কখন এ হামলা হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ১৩১ জন গ্রেপ্তার: আইএসপিআর
রাজধানীর অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর বলেছে, ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন থানা–পুলিশের সমন্বয়ে মিরপুর, কাফরুল, গাবতলী, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, মোহাম্মদপুর,তেজগাঁও, পল্লবী ও উত্তরা এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র ও হত্যা মামলার আসামি, তালিকাভুক্ত চাঁদাবাজ, চিহ্নিত অপরাধী, অবৈধ জমি দখলকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক কারবারিসহ এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে সংশ্লিষ্ট এলাকার থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।