মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন রেল লাইনে, কাটা পড়ে মৃত্যু
Published: 24th, February 2025 GMT
কিশোরগঞ্জের যশোদলে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনে হাঁটা অবস্থায় আবদুল মজিদ (৪৫) নামে একজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের রেল স্টেশনের আধা কিলোমিটার দূরে যশোদলের সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ জেলার নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ওসি লিটন মিয়া আরও জানান, প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেন কাছাকাছি এলে লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
ঢাকা/রুমন/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি
নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ বন্দিকে ক্ষমা করেছেন।
মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তাপ্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
দেশটির বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইরাবতী।