রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকের একটি রিসোর্টে আগুন লেগেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আজ দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।”
আরো পড়ুন:
সাভারে কারখানার গুদামে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
মুন্সীগঞ্জে হাসপাতালে অগ্নিকাণ্ড
ঢাকা/শংকর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শান্তকে রেখে ফিরলেন ৫ ব্যাটার
তানজিদ তামিম ও নাজমুল শান্ত ওপেনিংয়ে ভালো শুরু করেন। ওই জুটি ভাঙার পরই হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। মাইকেল ব্রেসওয়েলকে আক্রমণ করে খেলতে গিয়ে তানজিদ, হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ আউট হয়েছেন।
বাংলাদেশ ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাজমুল শান্ত ৫৫ রান করেছেন। তার সঙ্গী জাকের আলী।
ব্রেসওয়েলকে উইকেট দেওয়ার প্রতিযোগিতা: পেস বোলারদের দারুণ খেলা তানজিদ তামিম (২৪) স্পিন আক্রমণে ব্রেসওয়েল আসতেই শট খেলতে গিয়ে ক্যাচ দেন। ক্রিজে ধুঁকতে থাকা হৃদয় (৭) ওই ব্রেসওয়েলকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন। মুশফিক (২) সুইপ খেলে ও মাহমুদউল্লাহ (৪) ডাউট দ্য উইকেটে ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেছেন। ।
মিরাজও ব্যর্থ: মেহেদী মিরাজ তিনে ব্যাট করে ১৩ রান করে ফিরে যান। এক ছক্কা ও এক চার মারা ব্যাটারকে নির্ভারই মনে হচ্ছিল।
একাদশে দুই পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ। পেসার তানজিম হাসানের বদলে ঢুকেছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ড্যারেল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।