রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকের একটি রিসোর্টে আগুন লেগেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আজ দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।”
আরো পড়ুন:
সাভারে কারখানার গুদামে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
মুন্সীগঞ্জে হাসপাতালে অগ্নিকাণ্ড
ঢাকা/শংকর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সকালেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
বৃষ্টি বিঘ্নিত সিলেট টেস্টের তৃতীয় দিন মোটামুটি কর্তৃত্ব করেছিল বাংলাদেশ। ৪ উইকেটে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল। লিড নিয়েছিল ১১২ রানের। কিন্তু বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন সকালেই ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে গেছে বাংলাদেশ।
স্বাগতিকরা ৬৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে। সকালে ১৯ রান যোগ করেই হারিয়েছে তিন উইকেট। ক্রিজে থাকা জাকের আলী ২৮ রানে খেলছেন। তার সঙ্গী হাসান মাহমুদ। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৩৬ রান।