স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 24th, February 2025 GMT
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, নিক্সন চৌধুরী এবং তারিন হোসেন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তদন্তকাজ চলমান থাকা অবস্থায় তারা দেশত্যাগ করলে সার্বিক তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা আছে বলে প্রতীয়মাণ হয়েছে। তাই, তদন্তকাজ চলমান থাকা অবস্থায় তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
এর আগে গত ২৩ অক্টোবর একই আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।
নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ জানুয়ারি পৃথক দুটি মামলা করে দুদক।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র দ শত য গ তদন ত
এছাড়াও পড়ুন:
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
মানিকগঞ্জ জেলা কমিটি স্থগিত না করায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগ দাবি ও তিন শিক্ষার্থীকে ট্রাক চাপায় হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য পদত্যাগ করা নেতাকর্মীরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলেও দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের মালিকানাধীন জাহিদ টাওয়ারের গ্লাস ভাঙচুর করে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাল দিয়েছিল একাংশের নেতাকর্মীরা। পূর্বঘোষণা অনুয়ায়ী সোমবার বেলা সোয়া ২টার দিকে শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সামনে থেকে একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধের নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, রনি আহমেদ ও আকরাম হোসেন।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা কমিটি বাতিল না করলে পুনরায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দেন নেতারা। অবরোধ প্রত্যাহার হওয়ার পর পুলিশ মহাসড়কের গাছের গুড়ি ও ইট-পাটকেল সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ সদস্যের মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। কমিটির ২০ জনকে বিতর্কিত দাবি করে এবং আন্দোলনে আহতদের বাদ দেওয়াসহ নানা অভিযোগে জেলা কমিটি থেকে আড়াই শতাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়।