বইমেলায় ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’
Published: 24th, February 2025 GMT
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’। বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২২০ টাকা।
এক জীবনে অনেক জীবন, হরেক রকম। নানান রকম গল্প দিয়ে জীবন ভরা। চতুর্পাশে মানুষগুলো যেমন চলে, যেমন করে গাড়ির চাকায় পিচ ঢালা পথ, মেঠো রঙিন, ধুলোয় মলিন। সেই জীবনের গল্প নিয়ে এমন লেখা। এমন কিছু মানুষ আছে, অপাঙ্ক্তেয়। গভীর জলে গাঢ় তলে শেওলা জমে। এমন কিছু শেওলাজমা গল্প বলি। নিছক কিছু তুচ্ছ কণা হাতেই ধরি। একটু করে নাটাই থেকে সুতো ছেড়ে; দিলাম লিখে ঘুড়ির পিঠে সেই ঠিকানা। পৌঁছে গেলে বলবে তারে, এটাই জীবন।
ঝুমকি বসুর জন্ম বাগেরহাটের কার্তিকদিয়া গ্রামে। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার জন্য চলে যান পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পাঠ শেষে আবার ভর্তি হন ঢাকার ইডেন কলেজে। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর; আইনেও নিয়েছেন স্নাতক ডিগ্রি। ঢাকা আইনজীবী সমিতির তিনি একজন তালিকাভুক্ত আইনজীবী। ব্যক্তিগত জীবনে তিনি উদ্যোক্তা।
আরো পড়ুন:
আমাদের একজন ডা.
গল্প হতে হলে তাতে প্রাণ থাকতে হবে: হামিম কামাল
তারা//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতি সবার : সারজিস
পঞ্চগড়ে বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে বক্তব্যে তিনি বলেছেন, ‘‘আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতিটা যেমন আন্তঃদলীয় হবে, তেমনি ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে।’’
শনিবার (২৯ মার্চ) বিকেলে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে সারজিস আলম বলেন, ‘‘দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় একটি। আমরা সকলে মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করব।’’
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জাগপার সহ-সভাপতি সামছুজ্জামান নয়ন প্রমূখ
আরো পড়ুন:
ভ্যানে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বললেন সারজিস আলম
জারার বক্তব্যের জবাব দিলেন সারজিস
অনুষ্ঠান সঞ্চলনা করে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক।
ঢাকা/নাঈম/বকুল