সারা দেশে নারীদের নিরাপত্তা, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ১২টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান ও অবরোধ শুরু করেন। অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ ছিল, তবে জরুরি পরিষেবার যান চলাচল স্বাভাবিক ছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, গত কয়েক দিন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.

) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এর ফলে তিনি উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল প্রথম আলোকে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র–জনতা যে আশা–আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, সে আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একের পর সন্ত্রাসী কার্যক্রম সামনে এলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনআ. লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ৯ ঘণ্টা আগে

গণ–অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ বলেন, ‘৫ আগস্ট–পরবর্তী সময়ে আমাদের সবার আশা–আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম, আমার মা-বোনেরা নির্বিঘ্নে নিরাপদে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবেন। আমরা নির্বিঘ্নে ব্যবসা–বাণিজ্য করতে পারব এবং নিরাপদে চলাচল করতে পারব। ৫ আগস্ট–পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের যে সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি সেই সেক্টরেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

আরও পড়ুনরাত তিনটায় কেন সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা১৭ মিনিট আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে মাস্টার্স, ক্লাস শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে সামার-২০২৫ সেশনে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

দরকারি তথ্য—

১. কোর্সের মেয়াদ: এক বছর পাঁচ মাস (৪ সেমিস্টার),

২. মোট ৫২ ক্রেডিট,

৩. ক্লাসের সময়: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার,

৪. আবেদন ফি ২০০০ টাকা।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫আবেদনের যোগ্যতা—

১. ব্যাচেলর ডিগ্রি (তিন বা চার বছর বা সমমানের ডিগ্রি পাসের সমমান হতে হবে) পাবলিক হেলথ বা এমবিবিএস, বিডিএস, নার্সিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল সায়েন্স, হেলথ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সাইকোলজি অথবা আর্টস, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং অন্যান্য বিভাগ।

২. এসএসসি, এইচএসসি এবং স্নাতক পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ ৩ অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

৩. অনলাইনে ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে পাশের ওয়েবসাইটে:

ভর্তির পরীক্ষার বিস্তারিত—

১. ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে

২. ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা

৩. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে

৪. ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন: ইংরেজি ৫, সাধারণ জ্ঞান ১০, মৌলিক পরিসংখ্যান ৫, মানসিক দক্ষতা এবং গাণিতিক ৫, কম্পিউটার শিক্ষা ৫, বাংলাদেশের সামাজিক দিক ৫, সমসাময়িক স্বাস্থ্য-সম্পর্কিত বিষয় (জাতীয় ও বিশ্ব ) ১০, জনস্বাস্থ্যের মৌলিক জ্ঞান ১০, মানব জীববিজ্ঞানের মৌলিক বিষয় ৫ নম্বর।

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় আরও ১০ দিন১৪ এপ্রিল ২০২৫ভর্তির দরকারি তারিখ—

১. আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২ মে ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিট।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

সম্পর্কিত নিবন্ধ

  • জাবির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রথম মেধাতালিকা প্রকাশ
  • জাহাঙ্গীরনগরে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে মাস্টার্স, ক্লাস শুক্রবার
  • নাসিরনগরের শুঁটকি মেলা: আগে বেচাকেনা ছিল বিনিময় প্রথায়, এখন নগদ টাকায়