গাজীপুরে রেললাইন অবরোধের কারণে আটকা পড়েছে সাতটি ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
Published: 24th, February 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে অন্তত সাতটি ট্রেন। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে অবরোধ শুরুর পরই বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে যায়। এর মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ টাঙ্গাইলে, ঢাকা থেকে বুড়িমারীগামী ‘বুড়িমারী এক্সপ্রেস’ রাজধানী ঢাকার মৌচাকে, রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ টাঙ্গাইলের মহেরা স্টেশনে, ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’ জয়দেবপুর স্টেশনে, ঈশ্বরদী থেকে ঢাকাগামী ‘কমিউটার এক্সপ্রেস’ মির্জাপুরে এবং দিনাজপুর থেকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ঈশ্বরদী বাইপাস স্টেশনে আটকে পড়ে। এ ছাড়া এ সময় পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ খুলনায় আটকে থাকার খবর পাওয়া গেছে।
স্টেশনগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজ থাকায় অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘হঠাৎ পথে ট্রেন আটকে থাকলে যাত্রীরা দুর্ভোগে পড়বে, এটাই স্বাভাবিক। তবে যাত্রীদের নিরাপদে রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে বৈষম্যবিরোধীদের কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: প্রথম আলো