শহীদজায়া সারা আরা মাহমুদের দাফন বাদ জোহর
Published: 24th, February 2025 GMT
ভাষার মাসেই চলে গেলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের অমর সুরশ্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। গতকাল রোববার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বেশ কিছুদিন হলো তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।
আজ সোমবার বাদ জোহর রাজধানীর নিউ ইস্কাটনের নূর মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। সারা আরা মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সংগীতশিল্পী শাওন মাহমুদ ও জামাতা সংগীতশিল্পী সাইদ হাসান টিপুকে রেখে গেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদেরকৃত মাসুদ রানা (৫০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এবং শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন খন্দকার তানভীর আহমেদ (৩০) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ারের ভাগ্নে। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।
ওসি বলেন, ডেভিল হান্ট অভিযানে গতকাল রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনই এজাহারভুক্ত মামলার আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।