নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
Published: 24th, February 2025 GMT
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৫) নামে এক বিএনপি নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি থেকে বাহারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূরু মিয়ার ছেলে। বাহার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
আরো পড়ুন:
মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
রাজশাহীর আবুল বাসার হত্যায় মামলা, ব্যবসায়ীদের বিক্ষোভ
গ্রেপ্তারের সময় বাহারের কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করেছে যৌথ বাহিনী।
নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েজন ব্যক্তি জানান, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতেন। সরকার পতনের পর বাঁধন বিদেশ চলে যান। বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র তার বাবা আবুল হোসেন বাহারকে দিয়ে যান। পরে বাহার ছেলের দেওয়া অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি শুরু করেন।
বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, “আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বসুরহাট বাজারের কলেজ রোডে ওয়ার্কশপ ব্যবসা করেন। অস্ত্রসহ বাহারকে গ্রেপ্তার করার বিষয়টি শুনেছি। তিনি অস্ত্র কোথায় পেলেন তা জানি না।”
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। আজ দুপুরের পর আসামিকে নোয়াখালী চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হবে।”
ঢাকা/সুজন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
কিশোরগঞ্জে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম মজিদ আলী বেপারী (৪৭)। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।
রেলস্টেশন সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরেই স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটা দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এক ব্যক্তি কাটা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে হাঁটার সময় মুঠোফোনে কথা বলছিলেন মজিদ আলী। ট্রেনটি কাছাকাছি চলে এলে আশপাশের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। পরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মজিদ আলী ডায়াবেটিসের রোগী। গতকাল রোববার তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। আজ সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঘটনার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।