বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত হয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার। 

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার গত ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২ (চ) বিধি অনুযায়ী ওই দিন থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে বিপ্লব বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন; জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এমপ ক বরখ স ত সরক র

এছাড়াও পড়ুন:

মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু


কিশোরগঞ্জে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মজিদ আলী বেপারী (৪৭)। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

রেলস্টেশন সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরেই স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটা দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এক ব্যক্তি কাটা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে হাঁটার সময় মুঠোফোনে কথা বলছিলেন মজিদ আলী। ট্রেনটি কাছাকাছি চলে এলে আশপাশের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। পরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মজিদ আলী ডায়াবেটিসের রোগী। গতকাল রোববার তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। আজ সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঘটনার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ