২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
Published: 24th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কোম্পানি ২টির রেকর্ড ডেট। এর আগের ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানি ২টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।
এসকেএস
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
কিশোরগঞ্জে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম মজিদ আলী বেপারী (৪৭)। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।
রেলস্টেশন সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরেই স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটা দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এক ব্যক্তি কাটা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে হাঁটার সময় মুঠোফোনে কথা বলছিলেন মজিদ আলী। ট্রেনটি কাছাকাছি চলে এলে আশপাশের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। পরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মজিদ আলী ডায়াবেটিসের রোগী। গতকাল রোববার তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। আজ সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঘটনার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।