মানবসভ্যতার বিকাশে মিসরীয়, সুমেরীয়, গ্রিক, চীনা ও বাংলা সভ্যতার অবদান গুরুত্বপূর্ণ। এই পাঁচ প্রাচীন সভ্যতা এবং এর গৌরবময় মহিমাকে নাচ-গান ও নাটক পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তুলল রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুল তাদের বার্ষিক সাংস্কৃতিক আয়োজনে। গত শনিবার স্কুল মিলনায়তনে এ আয়োজনে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও স্কুলের কর্মচারীরা অংশ নেন।

শিক্ষার্থীদের জন্য ইতিহাস-ঐতিহ্যের এ অনন্য উপস্থাপন এবং আগামীর উদ্ভাবনী ধারণার সঙ্গে পরিচয় করাতে এই সৃজনশীল আয়োজন শিক্ষাব্যবস্থায় ইতিবাচক উদাহরণ তৈরি করবে। আয়োজকেরা বলছেন, অনুষ্ঠানটি কেবল বিনোদন নয়, এর পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতিতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সংস্কৃতি, ইতিহাস ও সৃজনশীলতার সম্মিলিত এক অভিজ্ঞতা। এ ধারণা থেকেই গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুল তাদের বার্ষিক সাংস্কৃতিক আয়োজন গ্লেনজিউর ২০২৫-এর আয়োজন করে।

আয়োজনের শুরুতেই একটি অনবদ্য অর্কেস্ট্রা পরিবেশন করা হয়। আয়োজনটি শেষ করা হয় রোবটিকস পারফরম্যান্সের মাধ্যমে। উপস্থাপকদের পোশাকের অভিনবত্ব এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল। উপস্থাপকেরা শিক্ষার্থীদের বানানো জেনিথ, মেছ ডগ ও গ্রুভবট রোবট সেজে মঞ্চের স্পেসশিপে হাজির হন। বিভিন্ন পরিবেশনায় স্কুলটির গ্রেড ৬-৯–এর শিক্ষার্থীরা অংশ নেয়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, ইতিহাসের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিশুরা অতীতের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে না। আশা করছি, এই আয়োজনের স্মৃতি তাদের আগামী দিনের জীবন গঠন ও পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রমজানের পুরো মাস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিস।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো। এসব প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। 

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ