‘অলিম্পিক গোলে’ রোনালদোর উদযাপন করলেন নেইমার
Published: 24th, February 2025 GMT
দীর্ঘ ইনজুরি আর খারাপ সময় কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে এবার তিনি দেখালেন নিজের দক্ষতা। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে বিরল ‘অলিম্পিক গোল’ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। যেন ফিরে গেছেন নিজের রূপে।
রোববার রাতে ডি লিমেইরার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে নেইমারের সান্তোস। ম্যাচের ২৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন নেইমার। সেটা ছিল কর্নার কিক। নেইমার সেই কিক নেওয়ার আগে প্রতিপক্ষ দর্শকরা তাকে উত্যক্ত করছিল। সেটাই হয়তো তাতিয়ে দেয় নেইমারকে।
NEYMAR WHAT A GOAL ????
pic.
কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি ডি লিমেইরার গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে দেন ব্রাজিল তারকা। কর্নার কিক থেকে অন্য কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই জালে বল পাঠানোকে বলে অলিম্পিক গোল। নেইমারের সেই দর্শনীয় গোলের পর গ্যালারি মেতে ওঠে তার বন্দনায়। গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক উদযাপন করেছেন নেইমার।
পর্তুগাল তারকার মতই বিজ্ঞাপন বোর্ডের উপর বসে পড়েন নেইমার। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রায়ই এমন উদযাপন করতেন সিআর সেভেন। নেইমারের এই উদযাপন কিছুটা হলেও চুপ করিয়ে দিয়েছে দর্শককে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এক গোল ও এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন নেইমার।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদ আয়োজনের শেষ দিনে ৩১ নাটক ও ৩ টেলিছবি
সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এসব আয়োজনের মধ্যে নাটক টেলিছবির আধিক্যই বেশী। আজ ঈদ আয়েজনের শেষ দিনে ৯ টি বেসরকালী টেলিভিশন চ্যানেলে ৩২ টি নাটক ও ২টি টেলিছবি প্রচার হবে।
এটিএন বাংলায় আজ রাতে প্রচার হবে নাটক নাটক ‘সমস্যা কী?’,‘স্মার্ট গার্ল’,‘ভালোবাসার কাছে ফেরা’,‘মেঘের বৃষ্টি’, ও ‘গরিবের বন্ধু’। চ্যানেল আইয়ে প্রচার হবে
নাটক ‘জালিয়াত’,ও ‘বলো ভালোবাসি’।
এনটিভিতে থাকছে নাটক ‘রূপবানের প্রেম’,‘প্রেম আমার’,‘প্রণয় ফাল্গুনে’, ও ‘সন্ধ্যায় সমাধান’,আরটিটিতে প্রচার হবে নাটক ‘দুই জীবন’,‘ কাছাকাছি পাশাপাশি’,‘এক্সকিউজ মি প্লিজ’,‘হেলিকপ্টার’,ও ‘মোবাইল মফিজ।
বাংলাভিশনে প্রচার হবে টেলিছবি ‘তাসের ঘর’, নাটক ‘ছেলেটা পাগল পাগল’,‘টিম আফ্রিকা’,‘মানি মাচের্ন্ট’,‘চার কুতুব’,‘বালক বালিকা’,‘হিটার’’, ও ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’,। বৈশাখী টিভিতে থাকছে নাটক ‘ব্ল্যাক মানি’ ,‘মানি লোকের মান’,‘শাশুড়ির বিয়ে’‘লন্ডনী জামাই’,‘অকর্মা’,‘ট্রাক ড্রাইভার’,‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’,ও ‘ভাগ্যবিবি’। মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক ‘বিয়ের জ্বালা’,‘অভ্যাস’,‘মধুমালা’, ‘ব্রেকিং নিউজ’ ও টেলিছবি ‘লাভ ইউ টিচার’।
নাগরিক টিভিতে রয়েছে নাটক ‘গুজবে কান দেবেন না’। দুরন্ত টিভিতে থাকছে নাটক ‘হৈ হৈ হল্লা’।
#####