গাজীপুরে পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে (৯) যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম হাসান আলী। তিনি পটুয়াখালীর নৌমালা এলাকার বাসিন্দা ও গাজীপুর নগরের একটি ছবি তোলার স্টুডিওতে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও শিক্ষার্থীর পরিবার জানায়, মাদ্রাসার কাজের প্রয়োজনে ওই ছাত্রী গতকাল সন্ধ্যা সাতটার দিকে স্টুডিওটিতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হলেও বাড়ি না ফেরায় সেখানে শিশুটিকে খুঁজতে যান তার বাবা। সেখানে গিয়ে দেখেন, ভেতরে কক্ষের দরজা হালকা চাপানো। আর কেউ নেই। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তাঁকে আটকে পুলিশকে খবর পাঠানো হয়। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

এ ঘটনার পর ওই শিশুশিক্ষার্থীর বাবা যৌন হয়রানির অভিযোগ এনে বাসন থানায় একটি মামলা করেন। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহাম্মেদ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম বন সংরক্ষকের দপ্তরে দুদকের অভিযান 

চট্টগ্রাম বন অঞ্চলের বন সংরক্ষণ মোল্লা রেজাউল করিমের দপ্তরে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করছে। 

দুদক জানায়, চট্টগ্রাম বন অঞ্চলের বন সংরক্ষকের দপ্তরে নানা অনিয়ম দুর্নীতি ও বদলি বাণিজ্যের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত অনুসন্ধানে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন:

অবৈধ সম্পদ: রাসেল ও আলমের বিরু‌দ্ধে মামলা

হারুন ও তার ভাইয়ের ১৩০ বিঘা জমি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ