রাওয়ালপিন্ডিতে নিউজিল‍্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের টিকে থাকার ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। আজকের নিউজিল্যান্ড ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদউল্লাহ থাকবেন তো বাংলাদেশের একাদশে?

গতকাল রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। এটি যতটা না তার ব্যাটিং অনুশীলন ছিল, তার চেয়ে বেশি ছিল তার ফিটনেসের পরীক্ষা। মূলত তিনি পূর্ণমাত্রায় ব্যাটিং করতে পারছেন কিনা, সেটিই দেখা হয়েছে কালকের অনুশীলনে। দল সূত্রের খবর, মাহমুদউল্লাহ সে পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন। সূত্র আরও জানিয়েছে, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।

মাহমুদউল্লাহ ফিরলে কে দলের বাইরে থাকবেন সিটি নিয়েও আছে কৌতূহল। জাকের আলী আগের ম্যাচে ভালো ব‍্যাটিং করেছেন। রিশাদ হোসেনও ব্যাটে-বলে অপরিহার্য। তাহলে মাহমুদউল্লাহ খেলবেন কার জায়গায়?

মাহমুদউল্লাহ খেললে দলে একাধিক সম্ভাব্য পরিবর্তনের কথাই শোনা যাচ্ছে। ওপেনিং থেকে সৌম্য সরকারকে সরিয়ে অধিনায়ক নাজমুল হোসেন নিজেই উঠে আসতে পারেন তানজিম হাসানের সঙ্গী হিসেবে। মেহেদী হাসান মিরাজ সেক্ষেত্রে খেলবেন তিনে। মিডল অর্ডারে তখনই জায়গা ফাঁকা হবে মাহমুদউল্লাহর জন্য। আবার নাম কাটা যেতে পারে বোলারদের মধ্য থেকেও কারও। অবশ্য ভারত ম্যাচের পর শোনা গিয়েছিল পরের ম্যাচে মাহমুদউল্লাহ দলে ফিরলে মিডল অর্ডার থেকেই বাদ করতে পারে বড় কোনো নাম।

আরও পড়ুননিউজিল্যান্ডকে চমকে দিতে ভিন্ন কিছু করার চিন্তা বাংলাদেশের ৩ ঘণ্টা আগে

শেষ পর্যন্ত কার জায়গায় মাহমুদউল্লাহ খেলবেন সেটি নিশ্চিত হওয়া যাবে আজ ম‍্যাচের আগে একাদশ ঘোষণার পরই। তবে আপাতত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ ফেরাটাই সবচেয়ে বড় সুসংবাদ। এ ছাড়া এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে ভারত ম‍্যাচে টিম কম্বিনেশনের কারণে দলে না থাকা পেসার নাহিদ রানারও।

আরও পড়ুনসেঞ্চুরিতে দশে দশ কোহলির, এমন কিছু নেই আর কারও১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নানার লাশ দেখতে গিয়ে মারা গেলেন খালা ও ভাগনি

গাজীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা ও ভাগনি। ঘটনার পর স্থানীয়রা যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করে। 

সোমবার সকাল ১০টায় শহরের শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার কালিকাপুর মধ্যপাড়ার রহিদ উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫১) ও তাঁর বোন লিজা বেগমের মেয়ে তাবাসসুম (৫)। তারা সপরিবারে গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় বাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় শিউলি বেগম এবং তাবাসসুম নরসিংদী আত্নীয় বাড়ি যাচ্ছিলেন। সিএনজি শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ ঘটনায় সিএনজি চালকসহ আরো দুজন আহত হয়েছেন। স্থানীয়রা সিএনজি চালককে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সর্ভিস এসে আগুন নেভায়। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘‘নিহত তাবাসসুমের নানা আজ সকালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে দুজন অটোরিকশা নিয়ে নরসিংদী যাচ্ছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে।’’

আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসটি আটক করা হয়েছে বলে জানান আশরাফুল ইসলাম। 

রেজাউল//

সম্পর্কিত নিবন্ধ