মাহমুদউল্লাহকে নিয়েই আজ খেলবে বাংলাদেশ
Published: 24th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের টিকে থাকার ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। আজকের নিউজিল্যান্ড ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদউল্লাহ থাকবেন তো বাংলাদেশের একাদশে?
গতকাল রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। এটি যতটা না তার ব্যাটিং অনুশীলন ছিল, তার চেয়ে বেশি ছিল তার ফিটনেসের পরীক্ষা। মূলত তিনি পূর্ণমাত্রায় ব্যাটিং করতে পারছেন কিনা, সেটিই দেখা হয়েছে কালকের অনুশীলনে। দল সূত্রের খবর, মাহমুদউল্লাহ সে পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন। সূত্র আরও জানিয়েছে, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।
মাহমুদউল্লাহ ফিরলে কে দলের বাইরে থাকবেন সিটি নিয়েও আছে কৌতূহল। জাকের আলী আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। রিশাদ হোসেনও ব্যাটে-বলে অপরিহার্য। তাহলে মাহমুদউল্লাহ খেলবেন কার জায়গায়?
মাহমুদউল্লাহ খেললে দলে একাধিক সম্ভাব্য পরিবর্তনের কথাই শোনা যাচ্ছে। ওপেনিং থেকে সৌম্য সরকারকে সরিয়ে অধিনায়ক নাজমুল হোসেন নিজেই উঠে আসতে পারেন তানজিম হাসানের সঙ্গী হিসেবে। মেহেদী হাসান মিরাজ সেক্ষেত্রে খেলবেন তিনে। মিডল অর্ডারে তখনই জায়গা ফাঁকা হবে মাহমুদউল্লাহর জন্য। আবার নাম কাটা যেতে পারে বোলারদের মধ্য থেকেও কারও। অবশ্য ভারত ম্যাচের পর শোনা গিয়েছিল পরের ম্যাচে মাহমুদউল্লাহ দলে ফিরলে মিডল অর্ডার থেকেই বাদ করতে পারে বড় কোনো নাম।
আরও পড়ুননিউজিল্যান্ডকে চমকে দিতে ভিন্ন কিছু করার চিন্তা বাংলাদেশের ৩ ঘণ্টা আগেশেষ পর্যন্ত কার জায়গায় মাহমুদউল্লাহ খেলবেন সেটি নিশ্চিত হওয়া যাবে আজ ম্যাচের আগে একাদশ ঘোষণার পরই। তবে আপাতত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ ফেরাটাই সবচেয়ে বড় সুসংবাদ। এ ছাড়া এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে ভারত ম্যাচে টিম কম্বিনেশনের কারণে দলে না থাকা পেসার নাহিদ রানারও।
আরও পড়ুনসেঞ্চুরিতে দশে দশ কোহলির, এমন কিছু নেই আর কারও১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বলিউডের ঘোর দুর্দিন, বড় তারকাদের সতর্ক করলেন পরিচালক
অনেক দিন ধরেই হিন্দি সিনেমার দুরবস্থা। ২০২৩ সালে কিছু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আবারও বলিউডের শনির দশা। ঈদের মতো বড় উৎসবে মুক্তি পেয়েও সালমান খানের মতো বড় তারকার সিনেমা বেহাল। কিছুদিন আগেই নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেছিলেন, বলিউডের দুর্দশার মূল কারণ, বড় তারকার অতিরিক্ত পারিশ্রমিক। এবার একই বিষয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুজিত বলেন, পারিশ্রমিক না কমালে বড় তারকাদের কেউ আর সিনেমায় নেবে না।
‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘অক্টোবর’, ‘মাদ্রাজ ক্যাফে’ নির্মাতা সুজিত মাঝারি বাজেটে সিনেমা বানান। নিজের সিনেমায় বড় তারকাদের সাধারণত নেন না। ফলে তাঁর বেশির ভাগ সিনেমাই মুক্তির পর লগ্নি তুলে আনে। কিন্তু এখন বলিউডের প্রথম সারির শিল্পীর এত বেশি পারিশ্রমিক হাঁকছেন যে সিনেমার বাজেটের বড় অংশ চলে যাচ্ছে তাঁদের পেছনেই। ‘জনপ্রিয় শিল্পীদের উচিত পারিশ্রমিক কমানো। তাঁরা যদি এটা না করেন, তাহলে নির্মাতারা তাঁদের নতুন কাজের প্রস্তাব দেবেন না।’ বলেন সুজিত।
এই নির্মাতা বলেন, তাঁর ছবিতে যাঁরা কাজ করতে চান, তাঁরা ভালো করেই বাজেট সম্পর্কে ধারণা রাখেন। কেউ বাড়তি পারিশ্রমিক দাবি করেন না। বলিউডের এমন মন্দার বাজারে তারকাদের পারিশ্রমিক পুনর্নির্ধারণের পরামর্শ সুজিতের। ‘এখন এমন একটা কঠিন সময় যে নির্মাতাদের অবশ্যই লগ্নি তুলে আনতে কম বাজেটে সিনেমা বানাতে হবে। তাই জনপ্রিয় তারকারা পারিশ্রমিক না কমালে আমাদের বিকল্প ভাবতে হবে।’ বলেন সুজিত।
সুজিত সরকার। এএনআই