অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সুমন রায় (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পঞ্চগড় ১৮ বিজিব ব্যাটলিয়ন। 

এর আগে, একই দিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার ৪৪৩ এর ২ সাব পিলারের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিজিবি।  

আরো পড়ুন:

ভাষা শহীদদের প্রতি বিজিবির শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর, বিএসএফের দুঃখ প্রকাশ

আটক সুমন ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে। 

বিজিবি জানায়, গত বছর ২০ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে যান সুমন। ছয় মাস পর তিনি অবৈধভাবে দেশে ফিরছিলেন। বাংলাদেশে প্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা তাকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। 

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন বলেন, “রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।” 

তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির বলেন, ‍“বিজিবি আটক করে এক যুবককে থানায় হস্তান্তর করেছে।”

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “সীমান্তে অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি করছে বিজিবি। সীমান্তের যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করতে দিনরাত পরিশ্রম করছে বাহিনী। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে প্রতিনিয়ত টহল জোরদার করছে।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে। 

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। 

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত  ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ