আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। অথচ তারাই কি না টুর্নামেন্ট শুরুর ছয় দিনের মধ্যে ছিটকে পড়ার শঙ্কায়।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেই অথবা কোনোভাবে ১ পয়েন্ট পেলেই পাকিস্তানের বাদ পড়া নিশ্চিত। কোনো বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতায় আয়োজক দেশ এত দ্রুততম সময়ে সর্বশেষ কবে বিদায় নিয়েছে, তা নিয়ে গবেষণা হতেই পারে। তবে গত রাত থেকে পাকিস্তানের ক্রিকেট মহলে আলোচনায় রিজওয়ান-বাবর-আফ্রিদিদের হতাশাজনক পারফরম্যান্স।

ভারতের কাছে কাল ৬ উইকেটে হেরেছে পাকিস্তান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নিয়েছেন।

নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেছেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ক্বারী আবু রায়হান। 

ঈদের জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ