ভারত থেকে পাসপোর্ট ছাড়াই আসার পথে তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশি গ্রেপ্তার
Published: 24th, February 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পাসপোর্ট ছাড়াই ভারত থেকে আসার সময় বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৪৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার এলাকা থেকে তাঁকে আটক করে বিজিবি। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সুমন রায় (২৬) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট উত্তর ঠাকুরগাঁও এলাকার অরুণ রায়ের ছেলে। সুমন রায়ের কাছ থেকে ভারতের ৫ হাজার ১৬০ রুপি, একটি মুঠোফোন সেট ও ভারতের সিমকার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।
ওই ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া বিওপির হাবিলদার জালাল আহাম্মেদ বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় অবৈধ অনুপ্রবেশের (পাসপোর্ট আইনে) অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৪৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার–সংলগ্ন পুরোনো বাজার এলাকা দিয়ে ওই তরুণ ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলেন। এ সময় বিজিবির তেঁতুলিয়া বিওপির টহলরত সদস্যরা ওই এলাকায় প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতর থেকে ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
বিজিবির জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি গত বছরের ২০ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মীর্জাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি আবারও অবৈধ পথে দেশে ফিরছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সীমান্তে আটক তরুণকে গতকাল থানায় হস্তান্তরের পর রাতেই তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁকে আদালতে হাজির করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল
আগামী ৪৮ ঘণ্টায় ছয়টি প্রতিষ্ঠানের ৪০৪ পদের চাকরির আবেদনের সময় শেষ হচ্ছে। যারা এখনো আবেদন করেননি তাঁরা দ্রুত আবেদন করতে পারেন। ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, পিএসসির নন-ক্যাডার, নাটোর সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসবের প্রতিষ্ঠানে আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে ১১ ক্যাটাগরির পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণের পর ডাকযোগে পাঠাতে হবে। অফিসে সরাসরি বা হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের নমুনা বেপজার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১৪ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডারে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১১ ক্যাটাগরির পদে ৯ম ও ১০ম গ্রেডে ৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
নাটোর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৪ থেকে ১৯তম গ্রেডভুক্ত কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরির পদে মোট ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
প্রতীকী ছবি