Samakal:
2025-02-24@08:24:49 GMT

সাবিনাদের ভুলে গেলেন আফেইদা!

Published: 24th, February 2025 GMT

সাবিনাদের ভুলে গেলেন আফেইদা!

বাফুফে ভবনের সামনের মাঠে একসঙ্গে ফটোসেশনে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। অতীতে এই ফটোসেশনে সাবিনা খাতুন-মনিকা চাকমাদের দেখা যেত। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জনের কেউই নেই এবার। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল ফটোসেশনে এমন দৃশ্য দেখে সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে সাবিনাদের প্রসঙ্গ। 

সোমবার আমিরাতের উদ্দেশে দেশছাড়ার আগে দলের অধিনায়ক আফেইদা খন্দকারের কথাতে মনে হয়েছে, বিদ্রোহীদের নিয়ে তারা ভাবছেন না। গত বছর যারা নারী সাফের শিরোপা জিতিয়েছেন, সেই ঋতুপর্ণা ও মনিকা চাকমাদের অভাব অনুভব করছেন না বলে জানান আফেইদা, ‘আমি অভাব অনুভব করছি না। কারণ, আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে খেলেছি; অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সঙ্গে খেলেছি। সিনিয়ররা যেসব ধাপে অনুশীলন করেছে, আমরাও সেসব ধাপে অনুশীলন করেছি। আমাদের সবার কম-বেশি একই রকম অভিজ্ঞতা থাকতে পারে। তারা হয়তো অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম খেলেছি। কিন্তু তাদের মতোই আমরা প্র্যাকটিস করে গেছি। আমরাও একই ধারায় খেলি।’

সাবিনাদের আপত্তি যাঁকে নিয়ে, সেই পিটার বাটলার রোববার প্রশ্নের উত্তর দিয়েছেন কূটনীতিকের মতো। আফেইদাকে দীর্ঘ সময় বাংলাদেশ দলের নেতৃত্বে দেখতে যেমন চান, তেমনি করে বিদ্রোহীদের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে বলে জানান বাটলার, ‘এটা পুরোপুরি নতুন একটি দল। আমরা নতুন একজন অধিনায়ক (আফেইদা) পেয়েছি। আমি মনে করি, সে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব ধরনের গুণ তাঁর আছে। আমি ইংলিশ ফুটবলের প্রতিটি স্তরে খেলেছি। আপাতত পেছনে আর ফিরতে চাই না। তারা ফিরবে কি ফিরবে না, সেটা তাদের ব্যাপার। তাদের জন্য দরজা সব সময়ই খোলা থাকবে।’

মেয়েদের বর্তমান দলে আছেন সাফজয়ী ৮ ফুটবলার। বাকি ২৩ জনের মধ্যে একেবারেই নতুন মুখ ৯ জন। নতুন এই দল নিয়ে আশাবাদী আফেইদা, ‘আমাদের স্ট্রাইকার লাইন ভালো আছে। ডিফেন্স, মিডফিল্ডও ভালো। আমাদের পুরো দলটিই ভালো। ইনশাআল্লাহ আমরা ভালো রেজাল্ট করে দেশে ফিরব।’ 

বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞা আছে আফেইদার। সর্বশেষ সাফে ভারতের বিপক্ষে গোল করা আফেইদার বিশ্বাস, পুরো দলকে আগলে রাখতে পারবেন তিনি, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশির ভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ফ টবল র জন য

এছাড়াও পড়ুন:

মালয়েশিয়া পাঠানোর দাবিতে শাহবাগ অবরোধকারীরা মন্ত্রণালয় অভিমুখে

মালয়েশিয়া পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

আজ সোমবার সকালে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন।

আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, আমরা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, ড. ইউনূস যেন আমাদেরকে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য পাঠায়। এজন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হয়।

যশোর থেকে আসা নাজমুল হাসান বলেন, আজকে দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়া যেতে চাই। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। এজন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ