সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো.

আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীকে আগাম জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।

এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪–এর ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।

বিএইচ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

আবারও রিমান্ডে সাবেক মেয়র আতিক, নজরুল, শাহেন শাহ ও শামীমা

পৃথক হত্যা মামলা ও হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ ও ঢাকা মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার।

ঢাকার বাড্ডা থানায় করা সোহাগ হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। এ সময় আতিকুলের আইনজীবী আদালতকে বলেন, তাঁর মক্কেলকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এরই মধ্যে তাঁকে কয়েকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

আসামিপক্ষের বক্তব্যের বিরোধিতা করে আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী আতিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শত শত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আতিকুল এসব হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী।

আদালত প্রাঙ্গণে আসামিদের বহনকারী প্রিজন ভ্যান। সিএমএম আদালত, রায়সাহেব বাজার, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি

সম্পর্কিত নিবন্ধ