বসতভিটার ধসে পড়া মাটিতে কাদার প্রলেপ দিয়ে মেরামতের চেষ্টা করছিলেন রহিমা বেগম। পাশে দুজন শিশু মাটিভর্তি ঝুড়ি এগিয়ে দিচ্ছিল তাঁকে। কাছাকাছি পৌঁছাতেই ঘরের সামনে অচেনা মানুষ দেখে এগিয়ে আসেন রহিমা বেগম। প্রতিবেদককে বললেন, ‘আমাগের গুচ্ছগ্রামের মানুষেরে দেখতি আইছেন ভাই? সাহেবরা আইসে শুধু ঘুইরে যায় আর আশ্বাস দেয়, কাজের কাজ কিচ্ছু হয় না। আমাগের ঘরের চাইতে গ্রামের মানুষের গরুর ঘর অনেক ভালো।’

কাদামাখা হাতের আঙুলের ইশারায় রহিমা বেগম ভাঙাচোরা ঘর দেখিয়ে বললেন, ‘জায়গাজমি না থাকায় মানুষির আনাছিকানাছি বাস করতাম। সরকারি ঘর পাইয়ে মনে করিলাম একটু ভালোভাবে থাকতি পারবানে। কিন্তু তা আর হইল না। যাবার কোনো জায়গা না থাকায় কষ্ট করি এখনো গুচ্ছগ্রামে পড়ি আছি। কষ্ট সহ্যি করতি না পারি অনেক লোক চলি গেছে। আমরা যারা আছি তাগের দিকি কেউ খেয়াল করে না।’

৯ ফেব্রুয়ারি সকালে খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের কয়রা নদীর চরে নির্মিত গুচ্ছগ্রাম প্রকল্পে গিয়ে কথা হয় বাসিন্দা রহিমা বেগমের সঙ্গে। রহিমা বেগমের মতো এমন দুরবস্থা খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদ ও কয়রা নদীর চরে নির্মিত তিনটি গুচ্ছগ্রামের আট শতাধিক বাসিন্দা। 

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে বসতভিটা হারানো ৪৫০ পরিবারের পুনর্বাসনের জন্য ২০১৮-১৯ অর্থবছরে খুলনার কয়রা উপজেলায় গড়ে তোলা হয় তিনটি গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম প্রকল্প-২–এর আওতায় গোবরা গ্রামে কপোতাক্ষ নদের চর ভরাট করে ২২০টি, মঠবাড়ি গ্রামের কয়রা নদীর চর ভরাট করে ১৭০টি এবং শেওড়াপাড়া গ্রামের কপোতাক্ষ নদের চর ভরাট করে নির্মাণ করা হয় ৬০টি ঘর। প্রকল্পের জায়গা ভরাট, ঘর নির্মাণ, বৃক্ষরোপণ, চুলা নির্মাণ, নলকূপ স্থাপন, পুকুরঘাট নির্মাণসহ বিভিন্ন খাতে সাড়ে সাত কোটি টাকার বেশি খরচ হয়।

তিনটি গুচ্ছগ্রাম ঘুরে দেখা গেছে, নদীর চরে নির্মাণ করা গুচ্ছগ্রাম প্রকল্পের সমস্যা একই ধরনের। একটিতেও নেই সুপেয় পানির ব্যবস্থা। সব কটির নলকূপ নষ্ট। বিদ্যুতের খুঁটি ও তার থাকলেও অধিকাংশ ঘরে নেই বিদ্যুতের সংযোগ। জোয়ারের পানিতে ডুবে অধিকাংশ ঘরের মেঝে ও বারান্দার মাটি সরে গেছে। মরিচা ধরে টিনের বেড়া ক্ষয়ে ফাঁকা হয়ে আছে। নেই যোগাযোগের রাস্তা। পানি জমে আছে কিছু ঘরের সামনে। এত সংকট নিয়ে সেখানে থাকতে চান না উপকারভোগীরা। এরই মধ্যে অনেকে চলে যাওয়ায় ফাঁকা পড়ে আছে শতাধিক ঘর।

সম্প্রতি কয়রার শেওড়াপাড়া গ্রামের কপোতাক্ষ নদের চরে নির্মিত গুচ্ছগ্রাম প্রকল্পের সামনে পৌঁছাতেই ছুটে আসেন বেশ কয়েকজন নারী-পুরুষ। নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা।

এই সময় শেওড়াপাড়া গ্রামের গুচ্ছগ্রামের বাসিন্দা পারভীন বেগম বলেন, ‘এই ভাঙা ঘরে দুই ছেলেমেয়ে আর প্রতিবন্ধী স্বামীকে নিয়ে  কষ্টে বাস করতিছি। নিজির গতর খাটায়ে আয় করে খাবার জোগাড় করতি হয়। অসুখ–বিসুখ লাইগেই আছে। টাকার অভাবে চিকিৎসাও করাতি পারিনে। আমাগের তিন কুলি কেই নেই। যাবারও জাগা নাই।’

গুচ্ছগ্রামগুলোর ঘর সংস্কার করার বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, ‘আমি নিজেও দেখেছি, গুচ্ছগ্রামের ঘরগুলোর অবস্থা খুবই নাজুক। মানুষ থাকার মতো পরিবেশ নেই। তবে ঘরগুলো সংস্কারের জন্য এ মুহূর্তে কোনো অর্থ বরাদ্দ নেই। আমার হাতে বরাদ্দ থাকলে অন্তত মেঝেটা পাকা করে দিতাম। আমি ঘরগুলো মেরামত বা পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে যোগাযোগ করব। একটি প্রাক্কলন তৈরি করে সেখানে পাঠাব। আশা করি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র কয়র

এছাড়াও পড়ুন:

জ্যোৎস্নার দুনিয়ায় হঠাৎ অন্ধকার

স্বামী, শাশুড়ি ও তিন সন্তান নিয়ে সংসার ছিল জ্যোৎস্না অধিকারীর (৩৫)। আধাপাকা বাড়ি, বড় পুকুর, সবজির ক্ষেত– সব মিলে সুখের সংসারই। স্বপ্ন ছিল তিন সন্তানকে প্রতিষ্ঠা করার। কিন্তু তাঁর সব স্বপ্নই এখন ফিকে।
স্বামী অশোক অধিকারী দ্বিতীয় বিয়ে করে পালিয়েছেন। বিয়ের আগে বসতভিটা ও ফসলি জমির কিছু অংশ বিক্রি করেছেন তিনি। কিন্তু নতুন ক্রেতাদের দখলে চলে গেছে সব সম্পদ। এ অবস্থায় ছোট তিন সন্তান নিয়ে এক প্রতিবেশীর বারান্দায় আশ্রয় নিয়েছেন জ্যোৎস্না অধিকারী। শাশুড়ির রাত কাটে আরেক প্রতিবেশীর গোয়ালঘরে। 
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখ-সরদারপাড়া গ্রামে এ পরিবারের বসবাস। গত ৬ আগস্ট বসতভিটে থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের। এরপর কিছুদিন এখানে সেখানে ঘুরেছেন। পরে গ্রামের একটি মুসলিম পরিবারে আশ্রয় নিয়েছেন তারা। 
জ্যোৎস্না অধিকারী বলেন, ‘স্বামীর ভুল সিদ্ধান্তে আমাগের কপাল পুড়েছে। ভিটেবাড়িতে আশ্রয় নিতি পারলি অন্তত গতর খাটিয়ে তিন সন্তানকে মানুষ করতি পারতাম। কী দুর্ভাগ্য, এখন অন্যের বারান্দায় আশ্রয় নিতি হয়েছে। খাব কী, থাকব কোথায়? ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার।’ 
জ্যোৎস্না অধিকারীর অভিযোগ, তাঁর স্বামী নিজের নামের জমি বিক্রি করলেও তাঁর শাশুড়ির অংশ রয়ে গেছে। সে হিসাবে বসতভিটেতে থাকার অধিকার ছিল তাদের। গায়ের জোরে তাদের ভিটেছাড়া করা হয়েছে। 
জ্যোৎস্না যখন তাঁর শাশুড়ি মায়া অধিকারী ও তিন সন্তান প্রান্ত (১৪), অঙ্কিতা (৫) ও দিশাকে (৩) নিয়ে পথে পথে ঘুরছিলেন, তখন প্রতিবেশী মাছুরা খাতুন তাদের আশ্রয় দেন। মাছুরা খাতুনের স্বামী ওয়ায়েজ কুরনীও অন্যত্র বিয়ে করে চলে গেছেন। এ অবস্থায় নিজের অভাব-অনটনের সংসারে আরেকটি পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। 
মাছুরা খাতুন বলেন, ‘স্বামী ফেলে গেলে কী অবস্থা হয়, তা আমি জানি। তাই অসহায় পরিবারটিকে আশ্রয় দিছি। কতদিন পারব বলতি পারিনে।’ তিনি বলেন, পরিবারটিকে অন্তত তাদের বসতবাড়িতে তুলে দিতে পারলেও কষ্ট কিছুটা কমত। এজন্য তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যদের কাছে গিয়েছেন। এমনকি কয়েকবার পুলিশের কাছেও গেছেন। কেউ কোনো সমাধান দিতে পারছে না। 
প্রতিবেশী সুপ্রিয়া অধিকারী বলেন, সরকার পতনের পর দলবল নিয়ে জোরজবরদস্তি করে পরিবারটিকে বের করে দেওয়া হয়েছে। প্রতিবাদ করায় তাদের নামেও মামলার হুমকি দেওয়া হচ্ছে। তাই ভয়ে পরিবারটিকে আশ্রয় দিতে পারেননি। বিষয়টি পুলিশকে জানালেও কাজ হয়নি। 
এ বিষয়ে কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন, বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে ডেকে বলা  হয়েছে। পরিবারটি যাতে বসতভিটে থেকে উচ্ছেদ না হয়, সে জন্য চেষ্টা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয়ের জন্য তাদের আদালতে যেতে বলা হয়।
উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম জানান, অশোক অধিকারী কবে জমি বিক্রি করেছেন জানা ছিল না। পরে এ নিয়ে ইউনিয়ন পরিষদে কয়েক দফা সালিশ হয়েছে। সেখানে দেখা গেছে, অশোক অধিকারীর ৬৬ শতাংশ জমির মধ্যে তাঁর কাছ থেকে গোলাম রসুল টুকু নামে এক মালয়েশিয়া প্রবাসী ৪৯ শতাংশ কিনেছেন। বাকি জমি এখনও অবিক্রীত আছে। এ কারণে বসতবাড়িটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় এক প্রভাবশালী নেতার সহযোগিতায় সব জমি দখলে নিয়ে পরিবারটিকে ভিটেছাড়া করা হয়েছে।
জ্যোৎস্নার শাশুড়ি বলেন, ‘আমার ছাওয়াল জমি বেইচে গেলিও আমার অংশ বিক্রি হয়নি। 
তারপরও আমাগের এক কাপড়ে জবরদস্তি বের করা দেওয়া হয়েছে।’
বসতভিটায় গিয়ে দেখা গেছে, আধাপাকা ঘরের বারান্দার গেটে তালা দেওয়া। ঘরের সামনে দুই শিশু পুকুরে সাঁতার কাটছে। তাদের কাছে জানতে 
চাইলে হাসান নামের একটি শিশু জানায় বাড়িটি এখন তাদের। তার বাবা মালয়েশিয়া থাকেন। ঘরে তার মা আছেন। তার মাকে ডাকাডাকি করা হলেও সাড়া দেননি।
কয়রার ইউএনও রুলী বিশ্বাস বলেন, ঘটনাটি অমানবিক। যদি ওই অংশে তাদের (জ্যোৎস্না) জমি থেকে থাকে, তাহলে তা উদ্ধারের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পরিবারটির যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জ্যোৎস্নার দুনিয়ায় হঠাৎ অন্ধকার