সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১ টির, দর কমেছে ৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৩৮ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, দর কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা।
এসকেএস
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: অবস থ ন করছ ড এসই
এছাড়াও পড়ুন:
মালয়েশিয়া পাঠানোর দাবিতে শাহবাগ অবরোধকারীরা মন্ত্রণালয় অভিমুখে
মালয়েশিয়া পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
আজ সোমবার সকালে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, আমরা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, ড. ইউনূস যেন আমাদেরকে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য পাঠায়। এজন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হয়।
যশোর থেকে আসা নাজমুল হাসান বলেন, আজকে দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়া যেতে চাই। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। এজন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।