সাইবার হামলা চালিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ডিজিটাল মুদ্রা এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ‘বাইবিট’ থেকে ১৫০ কোটি ডলারের ক্রিপ্টো মুদ্রা চুরি করেছে এক হ্যাকার। বিপুল পরিমাণ ডিজিটাল মুদ্রা চুরির এ ঘটনাকে সর্বকালের সবচেয়ে বড় অনলাইন চুরির ঘটনা হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকেরা।

ক্ষতিগ্রস্ত ডিজিটাল মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান বাইবিট নিজেই অর্থ চুরি যাওয়ার ঘটনা প্রকাশ করে জানিয়েছে, ডিজিটাল মুদ্রার মধ্যে অন্যতম জনপ্রিয় মুদ্রা হচ্ছে ইথেরিয়াম। সেই মুদ্রা রুটিন ট্রান্সফারের সময় একজন হ্যাকার অত্যাধুনিক উপায়ে অজ্ঞাত এক ঠিকানায় স্থানান্তর করে নেন। তবে গ্রাহকদের ডিজিটাল মুদ্রা নিরাপদ রয়েছে। এ বিষয়ে বাইবিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ঝু বলেন, ‘হ্যাকড হওয়া ডিজিটাল মুদ্রা উদ্ধার না হলেও প্রতিষ্ঠান সচল রয়েছে। ক্ষতিপূরণ দিতে পারি আমরা।’

বাইবিট ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রাক্তন পেপ্যাল উদ্যোক্তা পিটার থিয়েল এই ডিজিটাল মুদ্রা প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন বলে জানা গেছে। চুরির পর ইথেরিয়ামের বাজার মূল্য প্রায় ৪ শতাংশ কমে গেছে। শুধু তা–ই নয়, অনেকেই ডিজিটাল মুদ্রা সরিয়ে ফেলার চেষ্টা করছেন।

এই চুরির ঘটনা আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ২০২২ সালে রনিন নেটওয়ার্ক থেকে ৬২ কোটি ডলারের ইথেরিয়াম ও ইউএসডি কয়েন চুরি হয়।

সূত্র: বিবিসি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খামেনেয়ীর বার্তা : শত্রুদের জানা উচিৎ প্রতিরোধ শেষ হওয়ার নয়

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, “শত্রুদের জানা উচিৎ দখলদারি জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।”

হিজবুল্লাহ নেতা শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিনের জানাজা ও দাফন উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এ বার্তা দিয়েছেন। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) লেবাননের রাজধানী বৈরুতে জানাজা অনুষ্ঠানে এই বার্তা পাঠ করা হয়েছে।

বার্তায় তিনি বলেন, “মহান মুজাহিদ এবং এই অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থানীয় নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এখন সম্মান-মর্যাদার শীর্ষে অবস্থান করছেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তাঁর আত্মা এবং তাঁর পথ প্রতিদিন আরো মহিমান্বিত ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাঁর আত্মা এবং পন্থা ঐসব মানুষদের জন্য পথ আলোকিত করবে, যারা তাকে অনুসরণ করে।”

তিনি আরও বলেন, “শত্রুদের জানা উচিত দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।” 

এখানে সর্বোচ্চ নেতার বার্তার অনুবাদ হুবহু তুলে ধরা হলো:

বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত মান-মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসুলের এবং মু'মিনদের; কিন্তু মুনাফিকরা তা জানে না। (আল-মুনাফিকুন, আয়াত ৮)

মহান মুজাহিদ এবং এই অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থানীয় নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করুন) এখন সম্মান-মর্যাদার শীর্ষে অবস্থান করছেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তাঁর আত্মা এবং তাঁর পথ প্রতিদিন আরো মহিমান্বিত ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাঁর আত্মা এবং পন্থা ঐসব মানুষদের জন্য পথ আলোকিত করবে যারা তাকে অনুসরণ করে।

শত্রুদের জানা উচিত দখলদারি, জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না। আল্লাহর ইচ্ছায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।

জনাব সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিন (আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন) এর সুখ্যাতি এবং নুরানি মুখাবয়ব এই অঞ্চলের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি লেবাননের প্রতিরোধের নেতৃত্বের একজন ঘনিষ্ঠ সহচর এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

এই দুই সম্মানিত মুজাহিদের পাশাপাশি সম্প্রতি শাহাদাত বরণকারী অন্যান্য সাহসী ও আত্মত্যাগী যোদ্ধাদের উপর আল্লাহ এবং তাঁর পুণ্যবান বান্দাদের সালাম বর্ষিত হোক। ইসলামের সকল শহীদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। হে আমার প্রিয় সন্তান লেবাননের বীর যুবকেরা, তোমাদের প্রতি আমার বিশেষ সালাম। -সাইয়্যেদ আলী খামেনেয়ী

ঢাকা/টিপু

সম্পর্কিত নিবন্ধ