গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। গ্রেপ্তার অপরজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (৩০)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোড এলাকা থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনই এজাহারভুক্ত আসামি। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ গ র প ত র কর আওয় ম

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৩৯.৮ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কম থাকায় জনমনে জনমনে স্বস্তি ছিল। আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছিল।

আজ শুক্রবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। বৃহস্পতিবার একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে আজ তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আকাশে মেঘ না থাকায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ে, তাপমাত্রা বেড়ে যায়। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভবনা না থাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় রোজাদার ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হননি। ঈদ উপলক্ষ্যে শপিং কমপ্লেক্সগুলোও দিনের বেলায় ছিল ফাঁকা। সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যানের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

আলমডাঙ্গা পৌরশহরের ব্যাটারিচালিত পাখিভ্যান চালক আব্দুর রহিম সমকালকে বলেন, সংসারের চাপের কারণে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বের হতে হয়েছে তাকে। রোজা রেখে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। সামনে ঈদ। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। গরমের কারণে যাত্রীও কম। তাদের পোশাক কিনতে হিমশিম খেতে হবে।  

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।

সম্পর্কিত নিবন্ধ