প্রাইম ব্যাংকের এক সেবায় শিক্ষার সব আর্থিক সুবিধা
Published: 24th, February 2025 GMT
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান—সবাইকে এক আর্থিক সেবায় বেঁধেছে প্রাইম ব্যাংক। শিক্ষকের বেতন গ্রহণ, শিক্ষার্থীর বেতন পরিশোধ, অভিভাবকদের শিক্ষাঋণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের লেনদেন সবই মিলছে এখন ব্যাংকটির প্রাইম একাডেমিয়া সেবায়। শিক্ষা নিয়ে এটি প্রাইম ব্যাংকের একটি নতুন আর্থিক সেবা। ব্যাংকটি বেশ আগে থেকে শিক্ষাসংক্রান্ত নানা সেবা দিয়ে এলেও সব সেবাকে এক সেবার আওতায় এনেছে গত বছরের মে মাসে।
নতুন এই সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৭০০ প্রতিষ্ঠান এই সেবার গ্রাহক হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই অনলাইনে বা প্রাইম ব্যাংকের যেকোনো শাখা বা সেন্টারে গিয়ে এই সেবা গ্রহণ করতে পারছেন। প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি প্রাইম ব্যাংকের ইসলামি ধারার সেবায়ও এই সুবিধা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সেবাটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে।
নতুন এই সেবার বিষয়ে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিশুশিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাজীবনে বিভিন্ন ধরনের আর্থিক সেবার প্রয়োজন হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, প্রতিষ্ঠান ও অভিভাবক—সবাই এই সেবার গ্রাহক। এ জন্য শিক্ষাসংক্রান্ত সব সেবাকে এক পণ্যের বা এক ছাতার অধীনে নিয়ে এসেছি আমরা। এরই মধ্যে ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাইম ব্যাংকের সঙ্গে এই সেবা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।’
নাজিম এ চৌধুরী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর থ ক স ব এই স ব
এছাড়াও পড়ুন:
বাসায় ফেরার পথে নারী শ্রমিকের মৃত্যু, সড়ক আটকে বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় রাতের ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় ছিনতাইকারীর হামলায় মৃত্যু দাবি করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন তানজিলা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। সকাল সাড়ে ১০টর দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, গতকাল রবিবার রাত ৩টার দিকে বাসায় ফেরার পথে মারা যান সুবর্ণা আক্তার।
আরো পড়ুন:
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
মারা যাওয়া সুবর্ণা আক্তারের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলা সদরে বলে জানা গেছে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকার একটি বাসায় ভাড়া থেকে তানজিলা গার্মেন্টস লিমিটেড কারখানায় কাজ করতেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিকের কোনো নিরাপত্তা নেই। রাতে ডিউটি শেষে শ্রমিকদের নিরাপত্তার সঙ্গে বাসায় পৌঁছে দেওয়া কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব। একজন শ্রমিককে ছিনতাইকারীদের হামলায় জীবন দিতে হয়েছে। শ্রমিকরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। নিরাপত্তার স্বার্থেই তানজিলার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসে সাড়ে ১০ টার দিকে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, “খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মহাসড়কে কোনো পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে, কিভাবে তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা দেখছি, বিস্তারিত পরে জানানো হবে।”
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, “এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ