ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে শক্ত অবস্থান গড়ে নিয়েছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে অলরেডরা। ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিভারপুলের হয়ে জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ সালাহ।

মিশরীয় ফরোয়ার্ড নিজে একটি গোল করার পাশাপাশি ডমিনিক সোবোস্লাইকে দিয়ে করিয়েছেন আরেকটি। এই জয়ে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা এগিয়ে ১১ পয়েন্ট, যদিও আর্সেনাল এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে পেপ গার্দিওলার দলের। এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা।

ম্যাচের ১৪ মিনিটেই লিভারপুল এগিয়ে যায়। কর্নার থেকে পাওয়া বলে সালাহর নেওয়া শট সিটি ডিফেন্ডার নাথান আকের গায়ে লেগে জালে জড়ায়। চলতি মৌসুমে এটি তার ২৫তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোস্লাই। সালাহর বাড়ানো পাস থেকে তিনি সিটির রক্ষণ ভেদ করে সহজেই গোল করেন। দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে হতাশ সিটি সমর্থকরা, অনেকেই খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান।

এই জয়ে ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবারের মতো লিগের দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারানোর কীর্তি গড়ল লিভারপুল। আর এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল তারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড এবার বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী সব পর্যটকের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) বাধ্যতামূলক করেছে দেশটি। আগামী মে মাস থেকে এ নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (১ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি)।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দেশটির পর্যটন শিল্পের প্রচার এবং পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশনায় ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! আগামী ১ মে, ২০২৫ থেকে আকাশপথে, স্থলপথে বা সমুদ্রপথে থাইল্যান্ডে আসার আগেই থাই নাগরিক নন এমন সকলকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, নতুন এই ডিজিটাল ব্যবস্থা অভিবাসন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ এবং আরো নিরাপদ করে তুলবে। এখন থেকে আর কাগজের ফর্মের প্রয়োজন নেই।

নির্দেশনায় বলা হয়েছে, থাইল্যান্ডে আসার আগে তিন দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন করতে হবে এখানে—https://tdac.immigration.go.th । ভুলে যাবেন না— আগামী ১ মে, ২০২৫ থেকে টিডিএসি বাধ্যতামূলক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। দেশটিতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণ করেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ