পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ
Published: 24th, February 2025 GMT
রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই মাঠেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার লাল সবুজের দলের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কিউইদের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। এই মাঠে কী পিন্ডি জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে? রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই যেন আশার সঞ্চার করলেন প্রধান কোচ ফিল সিমন্স।
ফিল সিমন্স বলেন, “আশা করি কাজ করবে। পাকিস্তানে এসে পাকিস্তানকে হারানো কোনো সহজ কাজ নয়। এটা তাদের (বাংলাদেশ ক্রিকেট দল) অনেক আত্মবিশ্বাস দেবে। আশা করি, এই মাঠ নিয়ে তাদের চিন্তার জগতে বিষয়টি প্রভাব রাখবে।”
আরো পড়ুন:
ক্রীড়া অনুষ্ঠানে ওসি, আ.
মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঐতিহাসিক সেই সিরিজ জয়ের পর বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ নামে তলানিতে। ভারত সফর থেকে শুরু করে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাতে আফগানিস্তান আর উইন্ডিজের মাটিতে ওয়ানডেতে ধবলধোলাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বিব্রতকর ব্যাটিংয়ে বড় হারে শুরু। দুবাই আর পিন্ডির উইকেটে আকাশ-পাতাল পার্থক্য। পিন্ডির রানের ফোয়ারায় ছোটা উইকেটে স্বাগতিক পাকিস্তানকে হারানো নিউ জিল্যান্ড যেন দিচ্ছে চোখ রাঙানি।
সিমন্স অতীত ভুলে তাকাতে চান নতুন দিনে, বাংলাদেশ কোচের প্রত্যাশা যেন শিষ্যরা শুরুটা ভালো করতে পারে। তিনি বলেন, “আমি তাদের ফর্ম নিয়ে চিন্তিত নই। যে রকম খেলছি, প্রথম ১০ ওভারে সেটার চেয়ে ভালো করতে হবে। মিডল আর লোয়ার অর্ডার খুব ভালো করছে। টপ অর্ডারের ব্যাটারদের জ্বলে উঠতে হবে এখন। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার পর্যন্ত।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউ জিল্যান্ড মুখোমুখি হয় একবার। শেষ হাসি হাসে তারাই। সব মিলিয়ে একুশ দেখায় লাল সবুজের জয় মাত্র তিনটিতে। এবার বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দিতে চায় না বাংলাদেশ।
“এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই চাপের। বিশ্বের শীর্ষ আটটি দল খেলে এখানে এবং প্রতিটি ম্যাচই কঠিন হবে। হ্যাঁ, তারা (নিউ জিল্যান্ড) ভালো খেলেছে, তাই আমরা নিশ্চিত করব তারা যেন আগের মতো ভালো খেলতে না পারে” যোগ করেন সিমন্স।
বাংলাদেশ একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে ফিরলে তার জায়গায় কে বাদ যাবেন সেটাই এখন দেখার। এ ছাড়া পেস আক্রমণে আসতে পারে এক পরিবর্তন। মোস্তাফিজুর রহমান-তানজীম হাসান সাকিবের মধ্য থেকে বাদ পড়তে পারেন যে কেউই। একাদশে আসতে পারেন নাহিদ রানা।
এদিকে, জয় দিয়ে এক পা সেমিতে রাখা নিউ জিল্যান্ড মাঠে নামছে আটঘাট বেঁধেই। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “হ্যাঁ, বাংলাদেশের জন্য আমাদের কয়েকটি পরিকল্পনা আছে, কিন্তু আমি মনে করি আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে উইকেট কী করে। যদি এটি বেশ ফ্ল্যাট হয় তবে, আমি মনে করি, করাচিতে যা করেছি এখানেও তা করতে হবে।”
ঢাকা/রিয়াদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ
রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই মাঠেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার লাল সবুজের দলের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কিউইদের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। এই মাঠে কী পিন্ডি জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে? রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই যেন আশার সঞ্চার করলেন প্রধান কোচ ফিল সিমন্স।
ফিল সিমন্স বলেন, “আশা করি কাজ করবে। পাকিস্তানে এসে পাকিস্তানকে হারানো কোনো সহজ কাজ নয়। এটা তাদের (বাংলাদেশ ক্রিকেট দল) অনেক আত্মবিশ্বাস দেবে। আশা করি, এই মাঠ নিয়ে তাদের চিন্তার জগতে বিষয়টি প্রভাব রাখবে।”
আরো পড়ুন:
ক্রীড়া অনুষ্ঠানে ওসি, আ.লীগ ও বিএনপি নেতা, মিশ্র প্রতিক্রিয়া
মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঐতিহাসিক সেই সিরিজ জয়ের পর বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ নামে তলানিতে। ভারত সফর থেকে শুরু করে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাতে আফগানিস্তান আর উইন্ডিজের মাটিতে ওয়ানডেতে ধবলধোলাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বিব্রতকর ব্যাটিংয়ে বড় হারে শুরু। দুবাই আর পিন্ডির উইকেটে আকাশ-পাতাল পার্থক্য। পিন্ডির রানের ফোয়ারায় ছোটা উইকেটে স্বাগতিক পাকিস্তানকে হারানো নিউ জিল্যান্ড যেন দিচ্ছে চোখ রাঙানি।
সিমন্স অতীত ভুলে তাকাতে চান নতুন দিনে, বাংলাদেশ কোচের প্রত্যাশা যেন শিষ্যরা শুরুটা ভালো করতে পারে। তিনি বলেন, “আমি তাদের ফর্ম নিয়ে চিন্তিত নই। যে রকম খেলছি, প্রথম ১০ ওভারে সেটার চেয়ে ভালো করতে হবে। মিডল আর লোয়ার অর্ডার খুব ভালো করছে। টপ অর্ডারের ব্যাটারদের জ্বলে উঠতে হবে এখন। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার পর্যন্ত।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউ জিল্যান্ড মুখোমুখি হয় একবার। শেষ হাসি হাসে তারাই। সব মিলিয়ে একুশ দেখায় লাল সবুজের জয় মাত্র তিনটিতে। এবার বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দিতে চায় না বাংলাদেশ।
“এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই চাপের। বিশ্বের শীর্ষ আটটি দল খেলে এখানে এবং প্রতিটি ম্যাচই কঠিন হবে। হ্যাঁ, তারা (নিউ জিল্যান্ড) ভালো খেলেছে, তাই আমরা নিশ্চিত করব তারা যেন আগের মতো ভালো খেলতে না পারে” যোগ করেন সিমন্স।
বাংলাদেশ একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে ফিরলে তার জায়গায় কে বাদ যাবেন সেটাই এখন দেখার। এ ছাড়া পেস আক্রমণে আসতে পারে এক পরিবর্তন। মোস্তাফিজুর রহমান-তানজীম হাসান সাকিবের মধ্য থেকে বাদ পড়তে পারেন যে কেউই। একাদশে আসতে পারেন নাহিদ রানা।
এদিকে, জয় দিয়ে এক পা সেমিতে রাখা নিউ জিল্যান্ড মাঠে নামছে আটঘাট বেঁধেই। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “হ্যাঁ, বাংলাদেশের জন্য আমাদের কয়েকটি পরিকল্পনা আছে, কিন্তু আমি মনে করি আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে উইকেট কী করে। যদি এটি বেশ ফ্ল্যাট হয় তবে, আমি মনে করি, করাচিতে যা করেছি এখানেও তা করতে হবে।”
ঢাকা/রিয়াদ