‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুন কেন শাড়ি পরেছিলেন?
Published: 24th, February 2025 GMT
মূল্যবান লালচন্দন গাছের চোরাচালানের গল্প আল্লু অর্জুনের ভক্তদের মনে দাগ কেটেছে। গত বছর মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। সুকুমার পরিচালিত সিনেমাটি চলতি বছরেও বক্স অফিস দাপিয়ে বেড়ায়।
মুক্তির আগে ‘পুষ্পা টু’ সিনেমার একাধিক পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। একটি পোস্টারে আল্লু অর্জুনকে শাড়ি পরিহিত অবস্থায় ত্রিশূল হাতে দেখা যায়। সিনেমাটির জাতেরা সিক্যুয়েন্সে দৃশ্যটি রয়েছে। আল্লু অর্জুনকে শাড়িতে দেখে তার ভক্তদের উচ্ছ্বাসের শেষ ছিল না। কিন্তু কেন শাড়ি পরেছিলেন আল্লু? এতদিন পর সেই গল্প শুনিয়েছেন ‘পুষ্পা’ তারকা।
হলিউড রিপোটার্সকে দেওয়া সাক্ষাৎকারে আল্লু আর্জুন বলেন, “জাতেরা দৃশ্য’ (মেলার দৃশ্য) নিয়ে একটি বিষয় আছে। পরিচালক (সুকুমার) প্রথমে আমাকে বলেছিলেন, ‘আমি ভয় পেয়েছিলাম।’ হ্যাঁ, এটাই ছিল প্রথম প্রতিক্রিয়া। আমরা একটি মাচো ফটোশুট শেষ করেছিলাম। এটি দেখে পরিচালক বলেছিলেন, ‘এটি ঠিক লাগছে না।’ তারপর তিনি বললেন, ‘আমি চাই তুমি শাড়ি পরো, একজন নারীর মতো পোশাক পরো।’ এরপর আমরা স্কেচ তৈরির কাজ শুরু করলাম। তারপর আমরা এটি দেখি। তবে শুরুতে এটি নিয়ে ভয় ছিল।”
শাড়ি পরলেও পুরুষালি ভাব যেন না হারায় সে পরামর্শ দিয়েছিলেন পরিচালক। এ তথ্য উল্লেখ করে আল্লু অর্জুন বলেন, “প্রথমত, ভয় ছিল। তারপর আবিষ্কার করতে থাকি। আমরা জানতাম, একজন অভিনেতা হিসেবে এটি সিনেমার ইউএসপি হতে যাচ্ছে। এ-ও জানতাম, একজন অভিনেতা হিসেবে আমার জন্য এটি চ্যালেঞ্জিং। আমি যদি এটি করি, তাহলে এটি বড় একটি ব্যাপার হবে। সুকুমার স্যার এবং আমি কেবল একটি জিনিস ভেবেছিলাম যে, যদি সে শাড়ি পরেও, তবু তাকে খুব খুব পুরুষালি দেখাতে হবে, আলফা-নেস হারিয়ে যাওয়া উচিত নয়।”
দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে গত বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় তেলেগু ভাষার আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’। প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নেয় এটি।
ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)। এ পর্যন্ত বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’ সিনেমা আয় করেছে ১৭৩৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৩৮ কোটি ৭০ লাখের বেশি)।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর চ ল প রথম
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে জহির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার তন্তর এলাকায় ঘটনাটি ঘটে।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, আজ ভোরে তন্তর এলাকায়ে মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেসে ওঠেন চারজন। মাঝপথে মহাসিন মিয়ার গলায় ছুরি চালিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোরিকশা চালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে গণপিটুনি দেয়।
আরো পড়ুন:
ভিক্ষুককে যৌন নিপীড়নের অভিযোগে গণধোলাই
কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে উঠতে নিষেধ করায় চালককে মারধর
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোরিকশা চালকসহ তিন অভিযুক্তকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে একজনের মৃত্যু হয়। নিহত জহির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঢাকা/রতন/মাসুদ