কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য নতুন ধরনের চিপ তৈরি করেছে মাইক্রোসফট। ‘মেজোরানা ১’ নামের চিপটি ১০ লাখ টপোলজিক্যাল কিউবিটসহ একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য বেশ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফট কয়েক বছর আগে মেজোরানা কোয়াসিপার্টিকলস ব্যবহার করে টপোলজিক্যাল কিউবিট তৈরির কাজ শুরু করে। এই কিউবিট ছোট ও সহজাতভাবে স্থিতিশীল বলে কোয়ান্টাম কম্পিউটারের জন্য বেশ উপযোগী।

কোয়ান্টাম কম্পিউটার পারমাণবিক ফিউশনসহ বড় কাজে ব্যবহারের সুযোগ আছে। যদিও এমন কম্পিউটারের স্থিতিশীলতা নিয়ে সমস্যা রয়েছে। কোয়ান্টাম ইঞ্জিনিয়াররা কোয়ান্টাম কম্পিউটারের ত্রুটি কমানোর জন্য কিউবিটকে স্থিতিশীল করার উপায় খুঁজছেন। সেই উপায়ের অংশ হিসেবে মাইক্রোসফট মেজোরানা ১ নামের চিপ তৈরি করেছে। এই চিপ বর্তমানের এক হাজার কিউবিটের মাত্রাকে অতিক্রম করেছে।

অন্যান্য কোয়ান্টাম কম্পিউটারে যে কিউবিট ব্যবহার করা হয়, তার পরিবর্তে মাইক্রোসফটের প্রকৌশলীরা টপোলজিক্যাল কিউবিট নামে পরিচিত একটি কিউবিট তৈরির জন্য একটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছেন। তাত্ত্বিকভাবে নতুন চিপ স্থিতিশীল ও আরও মাপযোগ্য। মেজোরানা কোয়াসিপার্টিকল নামে পরিচিত এই কণা আসলে কোনো কণা নয়। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এরা উদ্ভূত হয়। এই নতুন কাঠামোকে মাইক্রোসফট টপোকন্ডাক্টরস হিসেবে আখ্যা দিয়েছে। নেচার জার্নালে এই প্রসেসর নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

মাইক্রোসফটের টেকনিক্যাল ফেলো ক্রিস্টা সোভোর বলেন, ‘আমরা একটি চিপের নকশা করেছি, যা মেজোরানার উপস্থিতি পরিমাপ করতে সক্ষম ও মেজোরানা আমাদের একটি টপোলজিক্যাল কিউবিট তৈরি করে দেয়। এই টপোলজিক্যাল কিউবিট নির্ভরযোগ্য, ছোট ও নিয়ন্ত্রণযোগ্য। কিউবিটের যে ত্রুটি দেখা যায়, তার সমাধান করে এই কাঠামো। যদিও বর্তমানে মেজোরানা ১ মাত্র আটটি বিশেষ কিউবিট ধারণ করে।’

কয়েকজন বিজ্ঞানী অবশ্য এমন প্রযুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। টপোলজিক্যাল কিউবিট নিয়ে বিস্তারিত কোনো গবেষণাপত্র নেই বলে সন্দেহ করেন বিজ্ঞানীরা। সমালোচনার বিষয়ে মাইক্রোসফটের টেকনিক্যাল ফেলো চেতন নায়েক বলেন, নতুন চিপের মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটিং যুগ শুরু হতে পারে, যা আগে কয়েক দশক দূরে মনে করা হতো।

সূত্র: পপুলার মেকানিকস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

খুলনা মহানগর বিএনপির সম্মেলনের উদ্বোধন 

খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয়েছে। 

খুলনা সার্কিট হাউস মাঠে দলীয় পতাকা, বেলুন  পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির ভাষণ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন:

বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না: নজরুল ইসলাম

গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

আরো পড়ুন: খুলনা মহানগর বিএনপির সম্মেলন আজ, নেতৃত্বে আসছেন কে!

সম্মেলনে সভাপতিত্ব করছেন দলের নগর শাখার আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। 

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সম্মেলনের উদ্বোধক আমান উল্লাহ আমান। শোক প্রস্তাব পেশ করেন বিএনপি নেত্রী রেহেনা ইসা, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ