চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ, প্রয়োজন নেই আইইএলটিএস
Published: 24th, February 2025 GMT
চীন সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির নাম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ও চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামের জন্য মিলবে এ বৃত্তি।
বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের চংকিং ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি। এটি বর্তমানে চীনের অন্যতম একটি বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
আরও পড়ুনচীনে উচ্চশিক্ষা: স্কলারশিপের সঙ্গে আছে পড়ার শেষে চাকরি ও স্থায়ী হওয়ার সুযোগ২৬ আগস্ট ২০২৪স্নাতকোত্তরে আবেদনের বিষয়গুলো হলো
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
অ্যাকাউন্টিং
ডিজিটাল ইকোনমি
ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং
লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
আইন
কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
মেকানিকস
ড্রামা অ্যান্ড ফিল্ম
ডিজাইন।
পিএইচডিতে আবেদনের বিষয়গুলো হলো
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
বৃত্তির সুযোগ-সুবিধা
রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করবে
কোনো টিউশন ফি লাগবে না
ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা আছে
চিকিৎসাবিমা সুবিধা দেবে
মাস্টার্সে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯,৬০০ টাকা)
পিএইচডিতে প্রতি মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫৭,৮৭৮ টাকা)।
আরও পড়ুনউচ্চশিক্ষায় বিদেশে যেতে প্রস্তুতি কেমন, জেনে নিন ধাপগুলো১৪ এপ্রিল ২০২৪আবেদনের যোগ্যতা
চীন ছাড়াও অন্য দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন
আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে)
আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে)
অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না
প্রয়োজনীয় নথিপত্র
চীনা সরকারি বৃত্তির আবেদন ফরম
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব
দুটি সুপারিশপত্র
পাসপোর্টের একটি অনুলিপি
আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন১৮ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ দিন
৩০ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এইচড
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পুলিশে চাকরি, পদ ১৬, আবেদন করুন দ্রুত
স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকার রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করেতে হবে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: অন্যূন ৩২ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে।
বয়স: অন্যূন ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: দপ্তরি
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: অন্যূন ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪৬ ঘণ্টা আগেআবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। এসব পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।
আরও পড়ুনজনতা ও অগ্রণী ব্যাংকে চাকরি, দশম গ্রেডে পদ ২৩৩২০ ফেব্রুয়ারি ২০২৫আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ২ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৩ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বড় নিয়োগ, পদ ১৩৫২১ ফেব্রুয়ারি ২০২৫